গত কোপা আমেরিকার ফাইনালে ইনজুরিতে পড়ে বেশ কয়েকদিনের জন্য মাঠে বাইরে চলে গেছেন লিওনেল মেসি। তবে তার মাঠে ফেরার সময় দলের সতীর্থ বা কোচ কেউই নিশ্চিতভাবে বলতে পারেনি। কয়েকদিন আগে তার সতীর্থ ও বন্ধু লুইস সুয়ারেজ জানিয়েছিলেন খুব শীঘ্রই মাঠে ফিরবেন মেসি। তবে এবার এলএমটেনকে নিয়ে দুঃসংবাদ দিলেন ইন্টার মায়ামি কোচ জেরার্দো মার্তিনো।
মেসি প্রত্যাশা অনুযায়ী পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে। তবে এই আর্জেন্টাইন গ্রেটের মাঠে ফেরার সময় এখনো নিশ্চিতভাবে বলতে পারছেন না মার্তিনো। তিনি বলেন, ‘মেসির বেশ ভালো উন্নতি হচ্ছে। কিন্তু সে কবে দলের সঙ্গে যোগ দেবে সেটা এখনই নিশ্চিতভাবে বলতে পারছি না। সে আলাদাভাবে জিমে কাজ করে যাচ্ছে।’
মায়ামি কোচের কথায় অনেকটা ধারণা করা যায় খুব শীঘ্রই মাঠে ফেরা হচ্ছেনা মেসির। কেননা এর আগে কোচ বলেছিলেন আগস্টের শুরুতে মেসিকে দলে পাওয়া যাবে। তবে এখন আগস্টের মাঝামাঝি সময়েও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না মেসি কবে মাঠে ফিরবেন।
আরও পড়ুন:
» বাংলাদেশে অনিশ্চিত বিশ্বকাপ, আয়োজনে আগ্রহী জিম্বাবুয়ে
» প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচে জয় পেল ম্যানইউ
এদিকে মেসির অনুপস্থিতিতে ভুগছে ইন্টার মায়ামি। মেসিবিহীন মায়ামি লিগস কাপের দ্বিতীয় রাউন্ড থেকেই বাদ পড়েছে। গত মৌসুমে মেসির কল্যাণেই লিগস কাপের শিরোপা ঘরে তুলেছিল দলটি।
উল্লেখ্য, গত ১৫ জুলাই কলম্বিয়ার বিপক্ষে কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হয় আর্জেন্টিনা। ম্যাচের ৬৪ মিনিটে ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন মেসি। পরে বেঞ্চে বসে কান্নায় ভেঙে পড়েন তিনি। মেসিবিহীন আর্জেন্টিবাকে বেশ বিপাকে পড়তে হয়েছি। পরবর্তীতে ম্যাচের অতিরিক্ত সময়ে লাউতারো মার্টিনেজের গোলে ১-০ তে জয় নিয়ে শিরোপা নিশ্চিত করেছিল আলবিসেলেস্তেরা।
ক্রিফোস্পোর্টস/১৭আগস্ট২৪/বিটি