Connect with us
ক্রিকেট

সৌম্যর মাঠে ফেরার অপেক্ষা আরো বাড়লো

Soummya Sarker_Rangpur Riders
সৌম্য সরকার। ছবি- সংগৃহীত

সম্প্রতি বিভিন্ন দেশের ফ্রাঞ্চাইজি দল নিয়ে অনুষ্ঠিত টি-টোয়েন্টি টুর্নামেন্ট গ্লোবার সুপার লিগে (জিএসএল) চ্যাম্পিয়ন্স হয়েছে রংপুর রাইডার্স। ওয়েস্ট ইন্ডিজের গায়ানায় অনুষ্ঠিত এই টুর্নামেন্টে রংপুরের শিরোপা জয়ে ব্যাট হাতে বড় ভূমিকা রাখেন সৌম্য সরকার। আসরের সর্বোচ্চ রান সংগ্রহ করে টুর্নামেন্টে সেরার পুরস্কারও জেতেন এই বাঁহাতি ওপেনার। তবে ইনজুরির কারণে চলতি বিপিএলে রংপুরের জার্সিতে এখনো মাঠে নামা হয়নি সৌম্যর। মাঠে ফিরতে আরো বেশ কয়েকদিন অপেক্ষা করতে হবে এই তারকাকে।

ব্যাট হাতে দারুণ সময় পার করছিলেন সৌম্য। তবে ওয়েস্ট ইন্ডিজ সফরের দ্বিতীয় টি-টোয়েন্টিতে স্লিপে ফিল্ডিং করার সময় আঙুলে চোট পান তিনি। দ্রুত গতিতে তার দিকে আসা বল ধরতে গিয়ে আঙ্গুলে আঘাত পান। এ সময় হাত কেটে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরবর্তীতে তার আঙুলে পাঁচটি সেলাই লেগেছে।

এমন ইনজুরির পর বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানান, অন্তত তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন সৌম্য। তাই বিপিএলের শুরুর ম্যাচগুলোতে তাকে পাওয়া নিয়ে আগেই শঙ্কা ছিল। তবে ঢাকা পর্বেও না থাকলেও সিলেট পর্বে তাকে দলে পাওয়ার কিছুটা সম্ভাবনা ছিল। তবে চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় এখনই মাঠে ফেরা হচ্ছে না এই টাইগার তারকার।

আরও পড়ুন:

» আজ বাংলাদেশ ক্রিকেট দলের ‘শুভ জন্মদিন’

» চ্যাম্পিয়ন্স ট্রফিতে কি দেখা যাবে সাকিব-তামিমকে? যা বলল বিসিবি

দ্রুত মাঠে ফিরতে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়েছিলেন সৌম্য। জানা গেছে, সৌম্যকে আরো তিন ৩ সপ্তাহের পর্যবেক্ষণে থাকার পরামর্শ দিয়েছেন সেই বিশেষজ্ঞ ডাক্তার। দেশের একটি অনলাইন সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির মেডিকেল বিভাগের একটি সূত্র। সেক্ষেত্রে সিলেট পর্বের পাশাপাশি চট্টগ্রাম পর্বের ম্যাচগুলোও মিস করতে পারেন তিনি।

অবশ্য চোট থেকে পুরোপুরি সেরে উঠে মাঠে ফিরতে মরিয়া সৌম্য সরকার। সম্প্রতি মিরপুরে অনুশীলনেও দেখা গেছে তাকে। সব ঠিক থাকলে ঢাকায় চতুর্থ ও শেষ পর্বে মাঠে দেখা যেতে পারে এই টাইগার ওপেনারকে।

এদিকে চলমান বিপিএলে সৌম্যকে ছাড়াই উড়ছে রংপুর রাইডার্স। চলতি আসরে এখনো অপরাজিত দলটি। এখন পর্যন্ত ৫ ম্যাচে খেলে ৫ টিতেই জয় তুলে নিয়েছে নুরুল হাসান সোহানের দল। সিলেট পর্বে আরো ২ টি ম্যাচ খেলবে তারা। এরপর চট্টগ্রাম পর্বে ২ ম্যাচ খেলে ঢাকায় পাড়ি জমাবে টেবিলের শীর্ষে থাকা দলটি।

ক্রিফোস্পোর্টস/৭জানুয়ারি২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট