Connect with us
ফটো স্টোরি

বাংলাদেশকে নিয়ে যেভাবে ছেলেখেলা করলো পান্ডিয়া-স্যামসনরা

team india
নতুন দিনের সম্ভাবনা দেখাচ্ছেন ভারতের তরুণ ক্রিকেটাররা। ছবি- ক্রিকইনফো

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে নিয়ে রীতিমত ছেলেখেলা করেছে ভারত। ঘরের মাঠে সবগুলো ম্যাচেই দাপুটে জয়ে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করেছে। সূর্যকুমারের নেতৃত্বে তরুণ টিম ইন্ডিয়া যেন নতুন দিগন্ত দেখছে। কোহলি-রোহিত বিহীন দলের ছিল তরুণদের জয়জয়োকার। এক পলকে দেখুন ওই সিরিজে ভারতীয়দের দাপুটের কিছু চিত্র…


১/১০

Suryakuma

ছবি- ক্রিকইনফো

রোহিত-কোহলি না থাকায় দলের নেতৃত্বে ভারতকে নতুন দিনের সম্ভাবনা দেখাচ্ছেন সূর্য কুমার যাদব। সিনিয়রদের অভাব তিনি বুঝতেই দেননি।


২/১০

Pandiya

ছবি- ক্রিকইনফো

একমাত্র সিনিয়র হিসেবে দলে বিরাট ভূমিকায় ছিলেন হার্দিক পান্ডিয়া। খেলেছেন কার্যকরী ইনিংস। ব্যাটে-বলে-ফিল্ডিংয়ে তিনি অতিমানবীয় ক্রিকেট খেলেছেন। তার এই প্রত্যাবর্তন সেই বিশ্বকাপের ফাইনালের মঞ্চে।


৩/১০

Bishony

ছবি- ক্রিকইনফো

লেগ স্পিনে রবি বিষ্ণুই দেখাচ্ছেন নতুন দিনের স্বপ্ন। ভারতকে আর কুলদীপ যাদব বা জাদেজা কিংবা অশ্বিনের অভাব ঘোচাতে পারেন এই তরুণ।


৪/১০

Sanju 100

ছবি- ক্রিকইনফো

ব্যাট হাতে বিশাল ইনিংস খেলেছেন সঞ্জু স্যামসন। টাইগার বোলারদের তুলোধুনো করে পেয়েছেন টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি।


আরও পড়ুন :

» অবশেষে দল পেলেন সাব্বির- ইবাদত: যোগ দিলেন যে শিবিরে

» পুরনো ঠিকানায় মাশরাফি-রিয়াদ, ঢাকার ডেরায় লিটন দাস

» রিশাদের ওভারে ৫ ছক্কা হাকিয়ে যা বললেন সঞ্জু স্যামসন


৫/১০

173 partenrship

ছবি- ক্রিকইনফো

মাত্র ৭০টি বল খেলেছেন দুজন মিলে। আর এই ৭০ বলে তুলে নিয়েছেন ১৭৩ রান। বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় উইকেট জুটিতে এই বিশাল জুটি গড়েন সাঞ্জু স্যামসন ও সূর্যকুমার যাদব।


৬/১০

Washington

ছবি- ক্রিকইনফো

ওয়াশিংটন সুন্দরের মতো তরুণ ক্রিকেটাররা ভারতের আগামীর ক্রিকেটের ভরসার তারকা হওয়ার বার্তাই যেন দিচ্ছে। বাংলাদেশ সিরিজে সুযোগ পেয়ে নিজের পারফর্ম ভালোভাবেই দেখালেন এই তরুণ।


৭/১০

Riyan Parag

ছবি- ক্রিকইনফো

রিয়ান পরাগও কম যাননি। ব্যাটে-বলে তেজ দেখাতে না পারলেও দিয়েছেন সম্ভাবনার বার্তা। আইপিএল থেকে উঠে আসা এই রিয়ানও হতে পারেন আগামীর ভরসা।


৮/১০

BD team

ছবি- ক্রিকইনফো

ভারতের বোলিং লাইনের সামনে একেবারেই দিশেহারা ছিল বাংলাদেশের ব্যাটিং লাইন। তাওহীদ হৃদয়ের মতো সব ব্যাটারই একেবারে পরাস্ত হয়েছেন মায়াঙ্ক, ওয়াশিংটন, বিষ্ণু ও নিতীশ কুমারদের সামনে।


৯/১০

Abhishek Suriya

ছবি- ক্রিকইনফো

অভিষেক শর্মাদের মতো উঠতি তারকাদের এভাবেই বারবার পিঠ চাপড়ে দিয়েছেন সামনে থেকে নেতৃত্ব দেয়া সূর্যকুমার। দলও পেয়েছে ভালো রেজাল্ট। সবার সামগ্রিক পারফর্মে রেকর্ড গড়া এক সিরিজ শেষ করেছে টিম ইন্ডিয়া।


১০/১০

india team

ছবি- ক্রিকইনফো

তরুণদের নিয়ে গড়া এই দলেই আগামী দিনের ক্রিকেটে রাজত্ব করবে ভারত। ধোনি-রায়না-রোহিত-কোহলি-জাদেজা-অশ্বিনদের রেখে যাওয়া ক্রিকেটকে এরাই আরও সমৃদ্ধ করবেন। সেই ইঙ্গিতই মিলেছে বাংলাদেশ সিরিজে।

ক্রিফোস্পোর্টস/১৪অক্টোবর২৪/এজে

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফটো স্টোরি