Connect with us
ফুটবল

সাফজয়ীদের পুরস্কার দেবে অলিম্পিক এসোসিয়েশন ও সেনাবাহিনী

Saff winning team Bangladesh and Olympic logo
বাংলাদেশ সাফজয়ী নারী দল। ছবি- সংগৃহীত

টানা দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে বেশ কিছুদিন আগেই দেশে ফিরেছে বাংলাদেশ নারী ফুটবল দল। তারপর বিভিন্ন সংগঠন থেকে সংবর্ধনা ও অর্থ পুরস্কার পেয়ে আসছে সাবিনা খাতুনরা। এবার নতুন করে যৌথভাবে সংবর্ধনা এবং পুরস্কার দেয়ার ঘোষণা করল বাংলাদেশ ফুটবল অলিম্পিক অ্যাসোসিয়েশন ও সেনাবাহিনী।

বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের (বিওএ) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন বর্তমান সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার উজ জামান। নতুন দায়িত্ব গ্রহণ করে আজ (শনিবার) বিওএ ভবনে প্রথম সভা করেছেন তিনি। এই সভায় সদ্য সাফ চ্যাম্পিয়ন হওয়া নারী দলকে ১ কোটি টাকা পুরস্কার প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিওএ-এর সভা শেষে এসব তথ্য জানিয়েছেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের সহ-সভাপতি ও মিডিয়া কমিটির চেয়ারম্যান শেখ বশির আহমেদ মামুন।

বশির আহমেদ মামুন জানান, ‘সাফজয়ী নারী দলকে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন ও সেনাবাহিনীর পক্ষ থেকে যৌথভাবে সংবর্ধনা প্রদান করা হবে। আর এক কোটি টাকা প্রদান করা হবে এই দলকে। যার জন্য কক্সবাজারে একটি অনুষ্ঠান আয়োজন হবে। এই আয়োজনের দায়িত্ব নিয়েছেন আমাদের মাননীয় সভাপতি।’

আরও পড়ুন:

» বাংলাদেশ সফরে আসছে চ্যাম্পিয়ন ট্রফি

» বাংলাদেশ বনাম মালদ্বীপ : শেষ প্রীতি ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে

সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা নিয়ে নারী ফুটবলাররা দেশে ফিরেছেন আরো সপ্তাহ দুয়েক আগে। ছাদ খোলা বাসে তাদের গণসংবর্ধনা দেয়া হয়। ক্রীড়া মন্ত্রণালয়ের তরফ থেকেও এক কোটি টাকার অর্থ পুরস্কার পেয়েছিল সাফজয়ী দল। এরপর বিসিবি থেকে ২০ লাখ ও বাফুফে কর্তৃক আরো দেড় কোটি টাকার বোনাস পেয়েছিল তারা।

এছাড়া আরও বিভিন্ন সংগঠন থেকে সংবর্ধনা পেয়েছে আঞ্চলিক এই টুর্নামেন্টের ট্রফি জয়ী দল। এদিকে এবারই প্রথম সাফজয়ী ফুটবলারদের অর্থ পুরস্কার দিচ্ছে সেনাবাহিনী এমনটা নয়। এর আগে ২০২২ সালে প্রথমবার সাফ জয়ের পরেও পুরস্কার দিয়েছিল তারা। এবার সেনাপ্রধান বিওএ-এর সভাপতি নির্বাচিত হওয়ার পর যৌথভাবে পুরস্কার ও সংবর্ধনা দেয়া হবে।

ক্রিফোস্পোর্টস/১৬নভেম্বর২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল