Connect with us
ফুটবল

বাফুফে থেকে দেড় কোটি টাকা পুরস্কার পাচ্ছেন সাফ জয়ী ফুটবলাররা

Bangladesh women football team
বাংলাদেশ নারী ফুটবল দল। ছবি: সংগৃহীত

টানা দ্বিতীয়বার সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে দেশকে দক্ষিণ এশিয়ার অনন্য সম্মানের শিখরে নিয়ে গিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। সেই সঙ্গে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে করেছে সমৃদ্ধ। সম্মানের সহিত লাল-সবুজের পতাকা পরিচিত করিয়ে দিয়েছেন বিশ্ব দরবারে।

তবে এতো কিছু করার পরও বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) থেকে পুরস্কার না দেওয়ার কারণে চলছিল নানান আলোচনা-সমালোচনা। অবশেষে বাফুফে থেকে মোটা অঙ্কের অর্থ পুরস্কার পাচ্ছেন সাফ জয়ী ফুটবলাররা।

আজ (শনিবার) সকাল ১০ টায় বাফুফের নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। সেখানে সাফ চ্যাম্পিয়নশিপ জয়ী বাংলাদেশ দলকে দেড় কোটি টাকা পুরস্কার প্রদানের ঘোষণা দেওয়া হয়েছে। বাফুফের সদস্য আমিরুল ইসলাম বাবু সভা শেষে ব্রিফিংয়ে এই তথ্য দিয়েছেন।

সাফজয়ী ফুটবলারদের পুরস্কারের বিষয়ে আমিরুল বলেন, ‘ সাফ চ্যাম্পিয়ন নারী দলকে বাফুফের থেকে দেড় কোটি টাকা প্রদান করা হবে। আমরা খুব তাড়াতাড়ি এক অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের সামনে এটি প্রদান করব। এছাড়াও যারা এই দলের সঙ্গে ছিল, প্রতিটি সদস্যকে বাফুফের এই পুরস্কার দেওয়া হবে।’

বাফুফের আর্থিক সঙ্কটের কারণে নারী ফুটবলারদের বেতনই মাঝে মাঝে ৩-৪ মাস বকেয়া থাকে। সেখানে বাফুফের পক্ষ থেকে দেড় কোটি টাকা পুরস্কার প্রদান বেশ অনেক কঠিন। এই সম্পর্কে আমিরুল বলেন, ‘আমরা দেড় কোটি টাকা তাড়াতাড়ি ম্যানেজ করব। ম্যানেজ হওয়া মাত্রই আমরা সেটা নারী ফুটবল দলকে প্রদান করব।’

প্রথমবার ২০২২ সালে সাবিনারা সাফ চ্যাম্পিয়ন হলে বাফুফের পক্ষ থেকে কোনো পুরস্কার দেওয়া হয়েছিল না। তৎকালীন সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী ও সহ-সভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক মেয়েদের ৫০ লাখ টাকা করে পুরস্কার দিয়েছিলেন।

এবার সাফজয়ী ফুটবলারদের সবার প্রথমে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিসি) ২০ লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে। এছাড়াও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এক কোটি টাকা দেওয়ার ঘোষণা দেন।

আরও পড়ুনঃ টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, জাকের আলীর অভিষেক

ক্রিফোস্পোর্টস/৯ নভেম্বর ২৪/এইচআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল