Connect with us
ফুটবল

দেশে ফিরেছেন সাফ জয়ী ফুটবলাররা

Bangladesh women's footbal team team
বাংলাদেশ নারী ফুটবল দল। ছবি: সংগৃহীত

দেশে ফিরেছেন সাফ জয়ী নারী ফুটবলাররা। নেপালের কাঠমান্ডু থেকে দুপুর ২ টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছিয়েছেন সাবিনা খাতুনরা।

দক্ষিণ এশিয়ার উইমেন্স সাফ চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয়বারের মতো ট্রফি জিতে বীরের বেশে দেশে ফিরেছেন বাংলাদেশ নারী ফুটবল দল। তাদের বরণ করে নেওয়ার জন্য বিভিন্ন আয়োজন করা হয়েছে বিমান বান্দরে। আগে থেকেই প্রস্তুত করে রাখা ছিল সুসজ্জিত ছাদ খোলা বাস। বিমানবন্দরের বাইরে সময়ের সঙ্গে সঙ্গে ভিড় বাড়ছিল উৎসুক জনতার। গণমাধ্যমকর্মীদেরও ক্যামেরা নিয়ে উপস্থিত সেখানে। অবশেষে চ্যাম্পিয়নরা এসে নামলেন।


বিমানবন্দরের শুভেচ্ছা বিনিময়ের শেষে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে বাংলাদেশ নারী ফুটবল দল রওনা দিবেন সরাসরি বাফুফে ভবনে। সেখানে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বিকেলে চ্যাম্পিয়ন দলের সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়াও প্রধান উপদেষ্টা ড. ইউনুস নারী দলকে একদিন সংবর্ধনা জানাবেন বলেও এক বিজ্ঞপ্তিতে জানা গেছে।

উল্লেখ্য, নেপালে অনুষ্ঠিত হওয়া এবারের সাফ নারী চ্যাম্পিয়নশিপের ট্রফি নির্ধারণের ম্যাচে গতকাল (বুধবার) স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার শিরোপা জেতার গৌরব অর্জন করেছেন বাংলাদেশ নারী ফুটবল দল।

আরও পড়ুন: শান্তর পরবর্তী অধিনায়ক কে হবেন? ইঙ্গিত দিলেন বিসিবি সভাপতি

ক্রিফোস্পোর্টস/৩১অক্টোবর ২৪/এইচআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল