Connect with us
ক্রিকেট

রাতে বাংলাদেশে আসছে ওয়ানডে বিশ্বকাপ ট্রফি

মহাশূন্যে বিশ্বকাপ ট্রফি। ছবি- আইসিসি
২০২৩ ক্রিকেট বিশ্বকাপের শিরোপা। ছবি-গুগল

আজ রোববার (৬ আগস্ট) ওয়ার্ল্ড ট্যুরের নিয়মানুযায়ী মাঝরাতে বাংলাদেশে আসছে ওয়ানডে বিশ্বকাপের ট্রফি।আগামী ৭ আগস্ট থেকে ৯ আগস্ট পর্যন্ত মোট ৩দিন বাংলাদেশে থাকবে ওয়ানডে বিশ্বকাপের এই শিরোপা।

বিসিবির পরিকল্পনায় এবার ফটোসেশনে রয়েছে পদ্মা সেতু। তাই , প্রথমেই পদ্মা সেতুতে যাবে বিশ্বকাপের ট্রফি। আগামীকাল, বিশ্বকাপের ট্রফির আনুষ্ঠানিক ফটোশ্যুট হবে পদ্মা সেতুর মাওয়া প্রান্তের সার্ভিস এরিয়াতে। ফটোসেশন পর্ব অনুষ্ঠিত হবে দুপুর ৩টায়।

পরদিন সোমবার (৮ আগস্ট) সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত সংবাদমাধ্যম, জাতীয় দল, নারী জাতীয় দল, সাবেক ক্রিকেটার, ক্রিকেটের অফিসিয়াল ও আয়োজকদের জন্য ট্রফিটি শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রাখা হবে।

ট্রফি ট্যুরের শেষ দিন ৯ আগস্ট ঢাকার বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে জনসাধারণের জন্য উন্মুক্ত রাখা হবে ট্রফিটি।এরপর,বাংলাদেশ থেকে ১০ আগস্ট কুয়েতে যাবে বিশ্বকাপের শিরোপাটি।

এর আগে, গত জুনে ট্রফিটি পৃথিবী হতে এক লাখ ২০ হাজার ফুট ওপরে থেকে দর্শনীয় শৈলীতে বিশেষ প্রযুক্তির বেলুনের মাধ্যমে ফাইনালের ভেন্যু ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অবতরণ করে। এরপর ২৭ জুন থেকে ১৪ জুলাই পর্যন্ত ট্রফি ট্যুর চলে ভারতের বিভিন্ন শহরে।

উল্লেখ্য, আগামী ৫ অক্টোবর থেকে শুরু হবে ১০ দলের শ্রেষ্ঠত্বের এই লড়াই। যা আগামী ১৯ নভেম্বর পর্যন্ত চলবে। এ ছাড়া ভারতের ১০ শহরের ৪৬ দিনে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের মোট ৪৮টি ম্যাচ।

আরও পড়ুনঃ অবশেষে নতুন ‘কাপ্তান’ হচ্ছেন সাকিব আল হাসান

ক্রিফোস্পোর্টস/৬আগস্ট২৩/এমএইচ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট