সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শিরোপা উদযাপন করেছে ভারত। এখন পালা বিশ্বকাপের ট্রফি নিয়ে দেশে ফেরার। যেখানে অসংখ্য ক্রিকেটপ্রেমী অপেক্ষারত রয়েছে বৈশ্বিক এই শিরোপা উদযাপন করার। তবে এখনও ওয়েস্ট ইন্ডিজেই অবস্থান করছে ভারত। আটলান্টিক মহাসাগরে সৃষ্ট হারিকেন ‘বেরিল’-এর কারণে বার্বাডোজেই আটকে রয়েছে বিশ্বকাপজয়ী দল।
হারিকেন ‘বেরিল’ –এর প্রভাবে ব্রিজটাউন বিমানবন্দর রবিবার স্থানীয় সময় বিকেল থেকে হতে পারে বন্ধ। মূলত এখান থেকেই ভারতের উদ্দেশে রওনা করার কথা ছিল রোহিত-কোহলিদের। বার্বাডোজ থেকে ভারতীয় দল প্রথমে বিমানে যাবে নিউ ইয়র্ক; এরপর সেখান থেকে দুবাই। তারপর মুম্বাইয়ের উদ্দেশে রওনা দিত তারা। কিন্তু পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ট্রফি নিয়ে দেশে ফিরতে পারছে না ভারত, এমনটাই এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।
ব্রিটিশ সংবাদমাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী, ভারতের বিশ্বকাপজয়ী দলের বহরে ক্রিকেটার, কোচিং স্টাফ, পরিবারের সদস্য এবং কর্তা মিলিয়ে প্রায় ৭০ জন রয়েছেন। সবাই একসঙ্গে ফিরবেন বলেই ধারণা করা হচ্ছে। বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে, ভয়াবহ হারিকেন ‘বেরিল’ বার্বাডোজের রাজধানী ব্রিজটাউনে আঘাত হানতে পারে।
আটলান্টিক মহাসাগরে সৃষ্ট হারিকেন বেরিল ‘অত্যন্ত বিপজ্জনক’ ঝড়ে পরিণত হয়েছে। প্রবল শক্তি সঞ্চয় করে ক্যারিবীয় অঞ্চলের দিকে ধেয়ে যাওয়া হারিকেন বেরিল ইতোমধ্যে ক্যাটাগরি-থ্রি ঝড়ে পরিণত হয়েছে। এর মানে হলো ঘূর্ণিঝড়টি ক্যারিবীয় উপকূলে ১৭৯ থেকে ২০৯ কিলোমিটার বাতাসের বেগে আচড়ে পড়তে পারে।
স্থানীয় আবহাওয়া অধিদপ্তরের বরাতে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আটলান্টিক মহাসাগর পেরিয়ে বার্বাডোস, ডোমিনিকা, গ্রানাডা এবং মার্টিনিকের ক্যারিবীয় দ্বীপপুঞ্জের দিকে অগ্রসর হচ্ছে হারিকেন বেরিল। এগিয়ে চলার সঙ্গে প্রবল শক্তি সঞ্চয় করছে এই ঝড়। সোমবার (১ জুলাই) স্থানীয় সময় ভোরে উইন্ডওয়ার্ড দ্বীপপুঞ্জে এই হারিকেন আঘাত হানতে পারে।
বিসিসিআই সূত্রে ভারতীয় কিছু গণমাধ্যম খবর করছে শিরোপাজয়ী দল দেশে ফেরার সূচিতে করেছে পরিবর্তন, ‘বার্বাডোজ থেকে ভারতীয় দলের নিউ ইয়র্কে যাওয়ার কথা ছিল। সেখান থেকে দুবাই হয়ে ভারতে ফেরার কথা। এখন পরিকল্পনা হল, চার্টার্ড বিমানে সরাসরি দিল্লি ফিরে আসা। দেশে ফিরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করার কথাও রয়েছে।’
আরও পড়ুন: ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ নিশ্চিত করল যারা
ক্রিফোস্পোর্টস/১জুলাই২৪/এফএএস