বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সব থেকে বড় অর্জন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়। ২০২০ সালে টাইগার যুবাদের বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার সময়কালে দলের প্রধান কোচ হিসেবে ছিলেন নাভিদ নেওয়াজ। দক্ষিণ আফ্রিকার মাটিতে সেবার বিশ্বকাপ জয়ের পর আরও বছর দুয়েকের মত তাওহীদ হৃদয়-তানজিদ তামিমদের গুরু হিসেবে বিসিবির সঙ্গে ছিলেন এই লঙ্কান কোচ। এবার ফের পুরনো দায়িত্বে নাভিদ নেওয়াজকে ফিরিয়েছে বিসিবি।
ইতোমধ্যে যুবাদের দায়িত্ব বুঝে নিতে ঢাকায় ফিরেছেন তিনি। গতকাল গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নিজের লক্ষ্যের কথা জানিয়ে নাভিদ বলেন, ‘মিডিয়া কাভারেজের কারণে আমরা এখন সবাই জানি পুরো বিশ্বের অনূর্ধ্ব-১৯ দলের ছেলেরা কি ধরণের ক্রিকেট খেলে। আমার প্রথম কাজ হবে নির্বাচকদের সঙ্গে বসা এবং সম্ভাব্য দলটাকে পর্যালোচনা করা। আমাদের কাছে কেমন প্রতিভা আছে সেটা দেখা, যাতে আমরা দুর্দান্ত একটা দল তৈরি করতে পারি। যে টিম যেকোনো দলের সঙ্গেই ভয়হীন লড়াই করতে পারবে। পরবর্তী দুবছর এটাই আমার কাজ।’
ক্রিকেটারদের আরও সামনের দিকে এগিয়ে দেওয়ার টার্গেটে কাজ করার কথাও বলেন তিনি, ‘আমি মনে করি এটা সময় বলে দেবে, এখান থেকে বের হয়ে তারা জাতীয় দলে খেলবে কি, খেলবে না। আমাদের কাজ তাদের তৈরি করে সামনে চ্যালেঞ্জের দিকে এগিয়ে দেয়া। যেটা অনেক কঠিন জায়গা। আমরা এমন ক্রিকেটারদের খুঁজে বের করব, যারা বয়সভিত্তিক ও আন্তর্জাতিক অঙ্গনের চাপ সামলাতে পারবে এবং আমরা চেষ্টা করব এমন এক গ্রুপ ক্রিকেটার তৈরি করতে, যারা ক্রিকেটের বিভিন্ন পরিস্থিতির চাপ সামাল দিতে পারবে।’
পুরনো অর্জনের কথা ভুলে নতুন করে শুরু করতে চান এই লঙ্কান কোচ, ‘এ দেশের মানুষ ক্রিকেটের জন্য পাগল, তারা এই খেলাটাকে খুব ভালোবাসে। আমি ২০২০ সালের বিশ্বকাপ জেতার পর আবারো এসেছি, অবশ্যই আমার কাছে সবার অনেক প্রত্যাশা। তবে আমি বর্তমানে থাকতে চাইব। চার বছর আগে যা হয়েছে তা অতীত। অতীতে ভালো করেছি তাই সামনেও ভালো করব বিষয়টা এমন না। বিসিবি এবারও বেশকিছু ভালো পরিকল্পনা হাতে নিয়েছে। আশা করছি তা কাজে দেবে।’
আরও পড়ুন: ইতিহাস গড়েছেন পর্তুগিজ ‘বাজপাখি’ ডিয়াগো কস্তা
ক্রিফোস্পোর্টস/২জুলাই২৪/এফএএস