Connect with us
ফুটবল

৩১ বছরেই ক্যারিয়ারের ইতি টানলেন বিশ্বকাপজয়ী ফুটবলার

Footballer
ফ্রান্সের বিশ্বকাপজয়ী ফুটবলার রাফায়েল ভারান। ছবি - সংগৃহীত

বয়স মাত্র ৩১ বছর, হিসাবের খাতায় বয়সটা খুব একটা বেশি নয়। দিব্যি চালিয়ে যেতে পারতেন ফুটবলটাকে, আরও সমৃদ্ধ করতে পারতেন নিজের ক্যারিয়ারটাকে। কিন্তু না মাত্র ৩১ বছরে বয়সেই সবধরনের ফুটবলকে বিদায় বলে দিলেন ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জেতা রাফায়েল ভারানে।

২০১৮ সালে ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জেতা রাফায়েল ভারানে রিয়াল মাদ্রিদের হয়ে জিতেছেন একাধিকবার চ্যাম্পিয়ন লিগ। গত মৌসুমের দলবদলের সময়ে ছেড়েছেন ম্যানচেস্টার ইউনাইটেড। যোগ দিয়েছিলেন সিরিআ এর ক্লাবে কোমোয়।

কোমোয় যোগ দেওয়ার পরপরই হাঁটুর ইনজুরিতে পড়েন এই ডিফেন্ডার। গত ১১ আগস্ট কোপা ইতালিয়ার বিপক্ষে খেলতে নেমে হাঁটুতে চোট পাই ভারানে। ফলে তাঁকে একটু আগেই বিদায় বলতে হলো ফুটবলটাকে।

ফুটবল ছাড়া নিয়ে ভারানে নিজের ইনস্টাগ্রামে লিখেন, ‘আমার ক্যারিয়ার নিয়ে কোনো আক্ষেপ নাই। ক্যারিয়ারে অনেক সুসময় যেমন কাটিয়েছি, দুঃসময় দেখেছি। ফুটবল আমাকে সবই দিয়েছে। এখন সময় ফুটবলকে বিদায় জানানোর।’

তবে ফুটবলকে বিদায় জানালেও তিনি কোমোয় ভিন্ন দায়িত্বে ফিরতে পারেন বলেও লিখেছেন নিজের ইনস্টাগ্রামে।

২০১৮ সালে বিশ্বকাপ জেতা এই ডিফেন্ডার দেশের জার্সিতে ৯৩ ম্যাচে করেছেন ৫ গোল। ফরাসি ক্লাব লেঁসের বয়স ভিত্তিক দল থেকে উঠে আসা ভারানে ২০১১ সালে যোগ দেন রিয়াল মাদ্রিদে। রিয়ালের হয়ে খেলেছেন ৩৬০ ম্যাচ জিতেছেন মোট ১৮টি শিরোপা। যেখানে লা-লিগা ৩ বার এবং চ্যাম্পিয়নস লিগ শিরোপা।

এছাড়াও ২০২১ সালে জেতেন উয়েফা নেশন্স লিগ শিরোপা। ২০২১ সালের জুলাইয়ে ম্যানচেষ্টার ইউনাইটেডে যোগ দেন। পরবর্তীতে দলটির হয়ে ৯৫ ম্যাচ খেলে করেন ২ গোল এবং ২০২২-২৩ মৌসুমে ম্যানইউয়ের হয়ে লিগ কাপ ও এফ এ কাপ শিরোপাও জেতেন ভারানে।

আরও পড়ুন : দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়ানোর কৌশল জানালেন হাথুরুসিংহে


ক্রিফোস্পোটর্স/২৫সেপ্টেম্বর২৪/এসআর

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল