Connect with us
ফুটবল

মেসিদের লিগে যোগ দিচ্ছেন বিশ্বকাপজয়ী ফরাসি ফুটবলার

The World Cup-winning French footballer is joining Messi's league
মেজর লিগ সকারে যোগ দিচ্ছেন অলিভিয়ের জিরুদ। ছবি- সংগৃহীত

২০১৮ সালে ফ্রান্সের হয়ে জিতেছিলেন স্বপ্নের বিশ্বকাপ। ইউরোপের শীর্ষ ক্লাব চেলসি, আর্সেনাল হয়ে সর্বশেষ এসি মিলানের জার্সি গায়ে মাঠ মাতিয়েছেন অলিভিয়ের জিরুদ। এবার ইউরোপীয় ফুটবল পর্ব শেষ করে যোগ দিচ্ছেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে৷

এই লিগেই বর্তমানে খেলছেন নিজ দলের সতীর্থ হুগো লরিস ও আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক লিওনেল মেসি।

ফ্রান্সের বেশ কয়েকটি গণমাধ্যমের খবর, সিরি আ’র চলতি মৌসুম শেষেই এমএলএসের ক্লাব লস অ্যাঞ্জেলেসে যোগ দিতে যাচ্ছেন অলিভিয়ের জিরুদ৷

সবকিছু ঠিক থাকলে আগামী জুলাইয়ের মাঝামাঝিতে লস অ্যাঞ্জেলেসে যোগ দেবেন জিরুদ। এরই মধ্যে ক্লাবের সঙ্গে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত চুক্তি সেরে ফেলেছেন তিনি। চুক্তি অনুযায়ী তিনি প্রতি বছরে ক্লাবটি থেকে ৩ মিলিয়ন ইউরো বা ৩.২ মিলিয়ন ডলারের মতো বেতন পাবেন।

আরও পড়ুন:

বাংলাদেশকে স্বর্ণপদক এনে দেওয়া কে এই জিনাত ফেরদৌস?

আইপিএলে দিল্লি-গুজরাট ম্যাচসহ আজকের খেলা (২৪ এপ্রিল ২৪)

নারী ভক্তকে জড়িয়ে ধরে দুঃসংবাদ পেলেন ইরানের ফুটবলার

জিম্বাবুয়ে সিরিজের প্রথম ম্যাচে খেলছেন না মুস্তাফিজ

আইপিএলে ডাবল সেঞ্চুরির ইতিহাস গড়লেন চাহাল

যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার জিরুদের ক্যারিয়ারের ষষ্ঠ লিগ হতে যাচ্ছে। এর আগে ফ্রান্সের ফুটবলের তৃতীয় স্তর, লিগ টু ও লিগ ওয়ানে খেলেছেন এই তারকা।

এরপর তিনি প্রিমিয়ার লিগের দল আর্সেনালে যোগ দেন। ক্লাবটির হয়ে তিনি তিনটি এফএ কাপের শিরোপাও রয়েছে তাঁর ঝুলিতে৷ জিরুদের ক্লাব ক্যারিয়ারে সবচেয়ে বড় সাফল্য এসেছে চেলসির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগের শিরোপা জেতার মাধ্যমে।

আগামী জুন-জুলাইয়ে জার্মানির মাটিতে ইউরো চ্যাম্পিয়নশিপ খেলেই নতুন ক্লাবে যোগ দিবেন৷ বল পায়েও চলতি মৌসুমে দারুণ ছন্দে রয়েছেন জিরুদ৷

এসি মিলানের হয়ে লিগে ৩০ ম্যাচে ১৩ গোল ও ৮টি অ্যাসিস্ট করেছেন তিনি। এছাড়া ফ্রান্সের জার্সিতে ১৩১ ম্যাচে ৫৭ গোল নিয়ে তিনিই দলটির ইতিহাসে এখন সর্বোচ্চ গোলদাতা।

আরও পড়ুন:

আর্জেন্টিনার সাবেক ফরোয়ার্ড তেভেজ হাসপাতালে 

মাদ্রিদ ওপেনে থাকছেন না জোকোভিচ, নাদালের প্রতিপক্ষ কে?

যে কারণে হঠাৎ মিরপুরে আইসিসির প্রতিনিধি দল

আইপিএলে মুম্বাই-রাজস্থান ম্যাচসহ আজকের খেলা (২২ এপ্রিল ২৪)

ইডেনে কোহলিদের মুখোমুখি হওয়ার আগে দুঃসংবাদ কলকাতার

বার্সা ফুটবলারের প্রতি সমর্থকদের এ কেমন আচরণ!

রানবন্যার ম্যাচে দিল্লির কাছে ১০ রানে হারল মুম্বাই

ক্রিফোস্পোর্টস/২৪এপ্রিল২৪/টিএইচ/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল