এক বিশ্বকাপজয়ী তারকা অ্যালেক্স হেলসকে নিয়ে নানা নাটকীয়তা দেখা গেল বিপিএলের দুই ফ্র্যাঞ্চাইজি- ঢাকা ক্যাপিটালস ও রংপুর রাইডার্সের মাঝে। যেখানে আরও তিনদিন আগেই এই তারকা ইংলিশ ব্যাটারকে নিজেদের করে নেওয়ার দাবি জানিয়েছিল ঢাকা। এবার ড্রাফটের আগের রাতে সেই ক্রিকেটার হয়ে গেলেন রাইডার্স সদস্য।
এর আগে গেল শুক্রবার এক বিবৃতিতে বিশ্বকাপ জয়ী এই ক্রিকেটারকে দলে নেওয়ার কথা জানিয়েছিল ঢাকা ক্যাপিটাল। তবে গতকাল রোববার নিজেদের আরও একটি বিবৃতির মাধ্যমে ঢাকা ক্যাপিটালস জানিয়েছিল বিয়ের কারণে অ্যালেক্স হেলসকে এই বিপিএলে পাওয়া যাবে না। তাই অনেকে ধরে নিয়েছিলেন এখানেই শেষ আলোচনা।
তবে এদিন মধ্যরাতে নিজেদের এক ফেসবুক পোস্টে সবাইকে চমকে দেয় রংপুর রাইডার্স। এক বিবৃতির মাধ্যমে ঘরের ছেলে অ্যালেক্সকে ঘরে রেখে দেওয়ার কথা জানায় ফ্র্যাঞ্চাইজিটি। এর আগেও রংপুরের হয়ে খেলেছেন ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে ট্রফি জেতা এই তারকা ক্রিকেটার।
এর আগে শুরুতে ঢাকা ক্যাপিটালসের সঙ্গে আলোচনা চলছিল অ্যালেক্স হেলসের। তবে বিয়ের অজুহাত দেখিয়ে দলটির সঙ্গে আনুষ্ঠানিক চুক্তিতে যায়নি এই তারকা ক্রিকেটার। এদিকে ঢাকা ক্যাপিটালসের নিজেদের অফিসিয়াল ফেসবুক পেইজ থেকে মন্তব্য করা হয়েছে রংপুর রাইডার্সের অ্যালেক্সকে দলে নেয়ার সেই পোস্টে।
যেখানে দেখা যায় পোস্টের কমেন্টে অনেকটা মজার ছলে ঢাকা লিখেছে, ‘দেখা হবে খেলার মাঠে, রোদে ভরা কোন এক বিকেলে, যেই আসুক, আসুক, মুস্তাফিজের ফ্রিজে জমবে জাদু হাসুক!’
আরও পড়ুন:
» নিজেদের বিশ্বকাপ ব্যর্থতা ঢাকতে অজুহাত দিতে নারাজ জ্যোতি
» ব্যর্থ বিশ্বকাপ মিশন শেষে দেশে ফিরল নারী ক্রিকেট দল
এর আগে রোববার ঢাকা এক অনুষ্ঠানিক বিবৃতিতে বলেছে, ‘তিনি (অ্যালেক্স) বর্তমানে বিয়ে সংক্রান্ত ব্যস্তাতার কারণে চুক্তিটি স্থগিত রাখতে অনুরোধ করেছেন। আমরা তার ব্যক্তিগত জীবনের গুরুত্বপূর্ণ বিষয়টিকে সম্মান জানাই। ঢাকা ক্যাপিটালসের পক্ষ থেকে তার জীবনের দ্বিতীয় ইনিংসের জন্য শুভকামনা থাকল।’
তবে এমন পোষ্টের কিছু ঘন্টা পরেই রাতে বিশ্বকাপজয়ী এই তারকা ক্রিকেটারকে দলে নেওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানায় রংপুর রাইডার্স। ইংল্যান্ডের হয়ে অ্যালেক্স এখন পর্যন্ত ১১ টেস্ট, ৭০ ওয়ানডে ও ৭৫ টি-টোয়েন্টি খেলে সর্বমোট ৫ হাজার ৬৬ রান করেছেন।আসন্ন বিপিএলে রাইডার্স শিবিরে দেখা যাবে এই তারকা ব্যাটারকে।
ক্রিফোস্পোর্টস/১৪অক্টোবর২৪/এফএএস