এএফসি অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের বাছাইয়ের প্রথম ম্যাচে আজ শনিবার (২১ সেপ্টেম্বর) সিরিয়ার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। তবে এই ম্যাচে কোনো পাত্তাই পায়নি বাংলাদেশের যুবারা। মধ্যপ্রাচ্যের এই দেশটির কাছে এক হালি গোল হজম করেছে মিরাজুল-আসিফরা।
ভিয়েতনামের লাচ ট্রে স্টেডিয়ামে ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ সময় সন্ধ্যা ৬ টায়। তবে বৃষ্টির কারণে একঘণ্টা পিছিয়ে রাত ৭টায় মাঠে গড়ায় ম্যাচটি।
ম্যাচের শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশের যুবারা। পাঁচ মিনিটের মাথায় এগিয়ে যায় সিরিয়া। বিরতিতে যাওয়ার আগে আরো এক গোল হজম করে লাল-সবুজের প্রতিনিধিরা। দ্বিতীয়ার্ধে আরও দুটি গোল হজম তারা। করে শেষ পর্যন্ত ৪-০ গোলের পরাজয় বরণ করে মারুফুল হকের শিষ্যরা।
আরও পড়ুন:
» ভারতের বিপক্ষে ব্যর্থ ব্যাটাররা, কি বলছেন ব্যাটিং কোচ
» আঙুলের চোট নিয়ে চেন্নাই টেস্টে খেলছেন সাকিব!
এদিন বাংলাদেশের বিপক্ষে একাধিক আক্রমণ করেছে সিরিয়া। তবে তার বিপরীতে খুব একটা আক্রমণ করতে পারেননি মিরাজুল-নোভারা।
তবে শক্তিমত্তার দিক থেকে বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে সিরিয়া। সিনিয়র ফিফা র্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান ১৮৬। আর তাদের চেয়ে ৯৪ ধাপ এগিয়ে ৯২ নম্বরে অবস্থান সিরিয়ার। তাই স্বাভাবিকভাবেই যুবারাও বাংলাদেশের চেয়ে বেশ এগিয়ে। এজন্য অনেকটা একপাক্ষিক লড়াই করেই জিতেছে সিরিয়া।
এএফসি অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে আরো তিনটি ম্যাচ বাকী রয়েছে বাংলাদেশের। আগামী সোমবার (২৩ সেপ্টেম্বর) গুয়ামের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এরপর ২৭ ও ২৯ সেপ্টেম্বর যথাক্রমে ভিয়েতনাম ও ভুটানের বিপক্ষে খেলবে বাংলাদেশের যুবারা।
ক্রিফোস্পোর্টস/২১সেপ্টেম্বর২৪/বিটি