Connect with us
ক্রিকেট

বিশ্বকাপের শুরুটা রাঙাতে পারলো না বাংলাদেশের যুবারা

Ban U19 vs Ind U19
বাংলাদেশকে ৮৪ রানে হারিয়েছে ভারত। ছবি- সংগৃহীত

গতকাল দক্ষিণ আফ্রিকায় পর্দা উঠেছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের। আজ (শনিবার) ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করেছে বাংলাদেশের যুবারা। তবে বিশ্বকাপ যাত্রাটা রাঙাতে পারেনি মাহফুজুর রহমান রাব্বির দল। বর্তমান চ্যাম্পিয়নদের কাছে ৮৪ রানে হেরেছে লাল সবুজের প্রতিনিধিরা।

যুব বিশ্বকাপের তৃতীয় ম্যাচে আজ (২০ জানুয়ারি) ভারতের মুখোমুখি হয় বাংলাদেশ। মাংগং ওভালে টস জিতে শুরুতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের দলপতি মাহফুজুর রহমান রাব্বি। প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ২৫১ রান সংগ্রহ করে ভারত। জবারে ৪৫.৫ ওভার খেলে ১৬৭ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ।

২৫২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালোই করে দুই ওপেনার আশিকুর রহমান শিবলি ও জিসান আলম। তবে দলীয় ৩৮ রানের মাথায় রাজ লিম্বানির বলে ক্যাচ তুলে দিয়ে ফিরে যান জিসান। জিসান ফিরে গেলেই বাধে আসল বিপত্তি। এরপর এক এক উইকেট পড়তে থাকে। ৫০ রানের মধ্যেই আরো ৩ টি উইকেট হারায় বাংলাদেশ।

একে একে ৪ টি উইকেটে হারিয়ে বাংলাদেশ যখন খাদের কিনারায় তখন সে জায়গা থেকে দলকে ধীরে ধীরে টেনে তুলেন আরিফুল ইসলাম ও মোহাম্মদ শিহাব। পঞ্চম উইকেটে তাদের জুটি দলকে কিছুটা আশা জাগালেও তা পূর্ণতা পায়নি। দলীয় ১২৭ রানের মাথায় আরিফুল ফিরে গেলে ভেঙে যায় তাদের ৭৭ রানের জুটি।

এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ৪৫.৫ ওভার খেলে ১৬৭ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। ৮৪ রানে জয় পায় ভারত। বাংলাদেশের হয়ে শিহাব সর্বোচ্চ ৫৪ এবং আরিফুল ৪১ রান করেন। ভারতের হয়ে সোমি পান্ডে ৪ টি এবং মুশির আহমেদ ২ টি উইকেট নেন।

এর আগে মারুফ মৃধার ৫ উইকেটের কল্যাণে নির্ধারিত ৫০ ওভারে ভারতকে ২৫১ রানে রুখে দেয় বাংলাদেশ। ভারতের হয়ে ওপেনার আদর্শ সিং ৭৬ এবং অধিনায় উদয় সাহরান ৬৪ রান করেন।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত: ২৫১/৭ (৫০ ওভার)
বাংলাদেশ: ১৬৭/১০ (৪৫.৫ ওভার)
ফলাফল: ভারত ৮৪ রানে জয়ী

আরও পড়ুন: ভারতের বিপক্ষে ৫ উইকেট নিয়েছেন মারুফ মৃধা 

ক্রিফোস্পোর্টস/২০জানুয়ারি২৪/এমটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট