Connect with us
ক্রিকেট

গ্রুপ সেরা হয়েই এশিয়া কাপের সেমিতে বাংলাদেশের যুবারা

Ban U19s vs Sl U19s
গ্রুপ সেরা হয়েই এশিয়া কাপের সেমিতে বাংলাদেশের যুবারা। ছবি- সংগৃহীত

দুবাইয়ে চলমান অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে টানা তৃতীয় জয় পেল বাংলাদেশ। আজ (১৩ ডিসেম্বর) গ্রুপ পর্বের তৃতীয় ও শেষ ম্যাচ শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়ে গ্রুপের শীর্ষে থেকে সেমির জায়গা নিশ্চিত করেছে বাংলাদেশের যুবারা। সেঞ্চুরি করে আজকের জয়ের নায়ক আশিকুর রহমান শিবলি। 

আজ ম্যাচের প্রথমেই টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। শুরুতে ব্যাট করতে নামা লঙ্কানদের ২০০ রানও ছুঁতে দেয়নি টাইগার বোলাররা। বাংলার যুবাদের দাপুটে বোলিংয়ে ১৯৯ রানেই আটকে যায় শ্রীলঙ্কার রানের চাকা।

শুরুতে দুই লংকান ওপেনার পুলিনদু পেরেরা এবং রবিশান ডি সিলভা স্কোরবোর্ডে ৩৭ রান যোগ করেন। যুব টাইগারদের হয়ে প্রথম আঘাত হানেন বাঁহাতি পেসার মারুফ মৃধা পুলিনদুকে ২৮ রানে সাজ ঘরে পাঠিয়ে। দ্বিতীয় উইকেট জুটিতেও অধিনায়ক সিনেট জয়াসুরিয়া-রবিশান ডি সিলভা মিলে সমান ৩৭ রানের জুটি গড়েন। তবে ৮৩ রানের মাথায় এই জুটি ভেঙ্গে গেলে ম্যাচের নিয়ন্ত্রণ চলে যায় বাংলাদেশের যুবাদের হাতে।

এরপর একের পর এক উইকেট হারানোর ফলে ১৯৯ রানেই আটকে যায় লংকান যুবাদের রানের চাকা। এক পর্যায়ে তো ১৩৩ রানেই ৬ উইকেট হারিয়ে বসেছিল শ্রীলঙ্কা। ফলে দু’শর কাছাকাছি রান তোলা নিয়েও শঙ্কা জাগে। তবে শেষ পর্যন্ত বিশ্ব লাহিরু এবং রুবিশান পেরেরার কল্যাণে ২০০ রানের লক্ষ্য দাঁড় করায় শ্রীলঙ্কা।

২০০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপদে পড়ে বাংলাদেশ। প্রথম ওভারেই ফিরে যান ওপেনার জিসান আলম। তবে শীঘ্রই রিজওয়ানকে নিয়ে বিপত্তি সামাল দেন আরেক ওপেনার আশিকুর রহমান শিবলি। দুইজন মিলে গড়েন ৭৪ রানের জুটি। এরপর রিজওয়ান ফিরে গেলে আরিফুল ইসলাম ও আহরার আমিনকে নিয়ে অর্ধশতকের মাঝারি মাঝারি জুটি গড়ে দলকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে যান শিবলি।

শেষ পর্যন্ত ৫৫ বল হাতে রেখে ৬ উইকেটে জয় তুলে নেয় বাংলাদেশের যুবারা। প্রথম দুই ম্যাচে দুই অর্ধশতকের পাশাপাশি আসরে নিজের প্রথম শতকও তুলে নেন শিবলি। ১১৬ অপরাজিত থেকে জয় নিয়ে মাঠ ছাড়েন এই ওপেনিং ব্যাটার।

বোলিংয়ে বাংলাদেশর হয়ে ওয়াসি সিদ্দিক ৩ টি এবং মারুফ মৃধা ও মাহফুজুর রহমান রাব্বি ২ টি করে উইকেট নেন। আর শ্রীলঙ্কার হয়ে ২ টি উইকেট শিকার করেন গারুকা সনকিথ।

আরও পড়ুন: আইসিসি যুব বিশ্বকাপের দল ঘোষণা করল ভারত

ক্রিফোস্পোর্টস/১৩ডিসেম্বর২৩/এমটি

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট