Connect with us
ক্রিকেট

পিএসএল ড্রাফটের সংক্ষিপ্ত তালিকায় বাংলাদেশি ক্রিকেটার আছেন যারা

Bangladesh team with shakib
বাংলাদেশ দল। ছবি- ক্রিকইনফো

সাধারণ ফেব্রুয়ারি-মার্চের দিকে অনুষ্ঠিত হয়ে থাকে পাকিস্তান সুপার লিগ– পিএসএল। তবে এবার চ্যাম্পিয়ন্স ট্রফির কারণে কিছুটা পিছিয়ে আইপিএলের সময়ই চলবে পাকিস্তানের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। যে সময় আন্তর্জাতিক ক্রিকেটের পরিমাণও থাকে অনেকটা কম। তাই যে সকল ক্রিকেটার আইপিএলে সুযোগ পাননি তাদের পিএসএলের প্রতি আগ্রহটা বেশি থাকছে এবার।

এর আগে পাকিস্তানি বিভিন্ন মাধ্যমে শোনা যাচ্ছিল পিএসএলের প্রাথমিক ড্রাফটে নাম রয়েছে অন্তত ৩০-৪০ জন বাংলাদেশি ক্রিকেটারের। এবারের ড্রাফটে ১৯ দেশের ৫১০ ক্রিকেটার নাম নিবন্ধন করিয়েছেন। তবে এর মধ্যে এবার ড্রাফটের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড– পিসিবি। সংক্ষিপ্ত এই তালিকায় নাম রয়েছে ৮ বাংলাদেশি ক্রিকেটারের।

পিএসএল প্লেয়ার্স ড্রাফটের শীর্ষ দুই ক্যাটাগরি প্লাটিনাম এবং ডায়মন্ডে রাখা হয়েছে টাইগার ক্রিকেটারদের। যেখানে আগে থেকেই সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমানের নাম অন্তর্ভুক্ত করার কথা জানিয়ে রেখেছিল পিসিবি। সংক্ষিপ্ত এই তালিকায় সাকিব ও মুস্তাফিজ ছাড়াও আছেন মাহমুদউল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, রিশাদ হোসেন, তানজিম হাসান এবং তাওহিদ হৃদয়।


আরও পড়ুন:

» সভাপতির বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ, বিসিবি ছাড়তে চান ফাহিম!

» ভারতকে বিদায় করে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়া

» চ্যাম্পিয়ন্স ট্রফির আগে দুঃসংবাদ পেল পাকিস্তান


 

আগামী শনিবার ১১ জানুয়ারি পিএসএলের দশম আসরের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে বেলুচিস্তানের বন্দর নগরী গোয়াদারে। এটি আয়তনে পাকিস্তানের সব থেকে বড় প্রদেশ। যেখানে এবারই প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে পাকিস্তান সুপার লিগের প্লেয়ার্স ড্রাফট। এর আগে হয়ে যাওয়া ৯ মৌসুমে ড্রাফট অনুষ্ঠিত হয়েছে লাহোর, ইসলামাবাদ ও দুবাইয়ে।

টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, ড্রাফটের আগে ফ্র্যাঞ্চাইজি গুলো সর্বোচ্চ ৮ খেলোয়াড় ধরে রাখতে পারে। তবে কেবল বর্তমান চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেড, লাহোর কালান্দার্স ও কোয়েটা গ্ল্যাডিয়েটর্স রিটেইন করেছে তাদের সর্বোচ্চ ৮ জন করে খেলোয়াড়। আর বাকি তিন ফ্র্যাঞ্চাইজি করাচি কিংস, মুলতান সুলতানস ও পেশোয়ার জালমি ৭ জন করে রিটেইন করেছে।

বর্তমান সময়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ– বিপিএলেও দেখা যায় পাকিস্তানি ক্রিকেটারদের আধিক্য। চলমান মৌসুমেও অসংখ্য পাক তারকা ক্রিকেটার খেলছেন বাংলাদেশে। সেই ধারাবাহিকতায় এবার বাংলাদেশি ক্রিকেটারদের সংখ্যাও পাকিস্তানি এই টুর্নামেন্টে বাড়ানোর দিকে নজর দিচ্ছে দেশটির ফ্রাঞ্চাইজি গুলো। তবে সময়ই বলে দিবে আদৌ কী পরিমান টাইগার ক্রিকেটার সুযোগ পাবেন আসন্ন পিএসএলে।

ক্রিফোস্পোর্টস/৫জানুয়ারি২৫/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট