একজন অস্ট্রেলিয়ার এই প্রজন্মের সেরা ব্যাটসম্যান, আরেকজন চলমান আইপিএলে দেখাচ্ছেন নিজের ঝলক। এ দুজনকে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে দেখার আশায় ছিলেন ক্রিকেটপ্রেমীরা। বলছি স্টিভ স্মিথ ও জেইক ফ্রেজার-ম্যাগার্ক এর কথা। কিন্তু এ দুজনকে ছাড়াই বিশ্বকাপ খেলবে অস্ট্রেলিয়া।
আগামী ১ জুন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই বিশ্বকাপ সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। সেখানে জায়গা হয়নি ওপেনার জেইক ফ্রেজার-ম্যাগার্কর ও স্টিভ স্মিথের। মিচেল মার্শকেই অধিনায়ক বানিয়েছে টিম ম্যানেজম্যান্ট।
ব্যাটসম্যান হিসেবে দলে রয়েছেন ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ ও ট্রাভিস হেড। গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টায়নিস, ম্যাথু ওয়েডও আছেন দলে। অ্যাডাম জাম্পার সঙ্গে স্পিনার অ্যাস্টন অ্যাগারও আছেন বিশ্বকাপ দলে। চতুর্থ পেসার হিসেবে সুযোগ পেয়েছেন নাথান এলিস। জস ইংলিশ ও ক্যামেরন গ্রিনও ডাক পেয়েছেন কুড়ি-বিশের বিশ্বকাপে।
এবারের আইপিএলে ৬ ইনিংসে ২৩৩ স্ট্রাইক রেটে ব্যাট করেছেন। ফিফটি পেয়েছেন ৩টি। যার মধ্যে ১৫ বলে ফিফটি করেছেন দুবার। কিন্তু এরপরও সুযোগ না পাওয়ায় একটু অবাক হয়েছে অনেকে। যদিও স্মিথের বাদ পড়া স্বাভাবিক ছিল। সর্বশেষ ১৮ ইনিংসে তার ফিফটি মাত্র একটি।
অস্ট্রেলিয়ার ১৫ সদস্যের বিশ্বকাপ দল: মিচেল মার্শ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, জশ ইংলিস, ট্রাভিস হেড, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যাডাম জাম্পা, অ্যাস্টন অ্যাগার, মার্কাস স্টয়নিস, ম্যাথু ওয়েড, ক্যামেরন গ্রিন, টিম ডেভিড, জশ হ্যাজলউড, প্যাট কামিন্স ও মিচেল স্টার্ক।
আরও পড়ুন: বিশ্বকাপে সৌম্যর হাস্যকর আউটের ভিডিও আইসিসির রিলসে
ক্রিফোস্পোর্টস/১মে২৪/এজে