Connect with us
ক্রিকেট

২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ধারাভাষ্য দেবেন যারা

athar ali-sunil-sastri
আতহার আলী, রবি শাস্ত্রী, সুনীল গাভাস্কাররা ধারাভাষ্য দেবেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে। ছবি- সংগৃহীত

রাত পোহালেই মাঠে গড়াবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর। আগামীকাল করাচিতে স্বাগতিক পাকিস্তান ও নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে টুর্নামেন্টের পর্দা উঠবে। বাংলাদেশ সময় বিকাল ৩টায় মাঠে গড়াবে উদ্বোধনী ম্যাচটি। এরই মধ্যে টুর্নামেন্টের ধারাভাষ্য প্যানেল প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

আইসিসি প্রকাশিত ধারাভাষ্যকারদের এই প্যানেলেন বাংলাদেশের প্রতিনিধি হিসেবে আছেন সকলের পরিচিত কণ্ঠ ভয়েস অব বাংলাদেশ খ্যাত আতহার আলী খান। এছাড়া এই তালিকায় রয়েছে আরও বেশ কয়েকটি জনপ্রিয় নাম।

আতহার আলীর সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের ইয়ান বিশপ, ইংল্যান্ডের নাসের হুসেইন, নিউজিল্যান্ডের ইয়ান স্মিথের মতো জনপ্রিয় ধারাভাষ্যকাররা রয়েছেন এই প্যানেলে। এছাড়া হার্শা ভোগলে, সাইমন ডুল, এমপুমেলেলো এমবাংওয়া, মাইকেল আথারটন ও কাস নাইডুর মতো ধারাভাষ্যকাররাও থাকছেন এই প্যানেলে।


আরও পড়ুন:

» পাকিস্তানের মাঠে ভারতের পতাকা না রাখার কারণ জানাল পিসিবি

» ইমরানুর না থাকায় কপাল খুললো ইসমাইলের 


বিশ্বকাপজয়ী বেশ কয়েকজন সাবেক তারকাকেও এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে মাইক হাতে দেখা যাবে। তারা হলেন- রবি শাস্ত্রী, সুনীল গাভাস্কার, ওয়াসিম আকরাম, রমিজ রাজা, অ্যারন ফিঞ্চ, ম্যাথু হেইডেন ও মেল জোন্স।

এ ছাড়া পুরো টুর্নামেন্ট জুড়ে ডেল স্টেইন, বাজিদ খান, ক্যাটি মার্টিন, শন পোলক, ইয়ান ওয়ার্ড, দীনেশ কার্তিকের মতো সাবেক ক্রিকেটাররা তাদের বিশেষজ্ঞ বিশ্লেষণ ও মতামত প্রদান করবেন।

উল্লেখ্য, প্রায় সাত বছর পর মাঠে গড়াতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির নতুন আসর। সবশেষ ২০১৭ সালে মাঠে গড়িয়েছিল এই টুর্নামেন্ট। সেই আসরের ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা ঘরে তুলেছিল পাকিস্তান।এবারের আসরটিতে আয়োজক দেশ হিসেবে থাকছে বর্তমান চ্যাম্পিয়নরা তবে ভারতের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যু দুবাইয়ে অনুষ্ঠিত হবে।

ক্রিফোস্পোর্টস/১৮ফেব্রুয়ারি২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট