দীর্ঘ ১৫ মাস ধরে জাতীয় দলের বাইরে আছেন সাবেক ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। পুনরায় দলে ফেরা নিয়ে নানা নাটকীয়তার পরও ফেরা হয়নি তার। তবে নতুন বোর্ডের অধীনে তার দলে ফেরা নিয়ে বেশ কয়েকদিন ধরেই গুঞ্জন চলছে। জাতীয় দলের নির্বাচকরাও মনে করছেন এই বোর্ডের অধীনে টাইগার শিবিরে ফিরতে পারেন এই ড্যাশিং ওপেনার।
তামিম জাতীয় দলের পাশাপাশি অনেকদিন ক্রিকেটের বাইরেও ছিলেন। চলতি বছর ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) পর ঘরোয়া বা ফ্রাঞ্চাইজি কিংবা কোনো প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেননি তিনি। তবে চলমান ন্যাশনাল ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টি দিয়ে দীর্ঘ ৭ মাস পর মাঠে ফিরেছেন এই ওপেনার।
তামিম বাইশ গজে ফেরায় এবার আশা জেগেছে জাতীয় দলে খেলা নিয়ে। এ নিয়ে আশার আলো দেখছেন জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। তার বিশ্বাস নতুন বোর্ডের অধীনে তামিম পুনরায় জাতীয় দলের জার্সি গায়ে জড়াবেন।
আরও পড়ুন:
» লিটনের ব্যাটিং নিয়ে চিন্তিত নির্বাচকরা, দেওয়া হতে পারে বিশ্রাম
» এশিয়া কাপজয়ী যুবাদের ব্যাট উপহার দিলেন তামিম
আজ সোমবার (১৬ ডিসেম্বর) মিরপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হন গাজী আশরাফ হোসেন লিপু। এসময় তামিমের ফেরার প্রসঙ্গে এই সাবেক ক্রিকেটার বলেন, ‘তামিমের ক্রিকেটে ফেরাটা আমাদের জন্য স্বস্তির। আমার বিশ্বাস, খুব দ্রুত আমরা জানতে পারব তিনি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য অ্যাভেইলেবল থাকবেন কিনা। যদি থাকেন তাহলে ব্যাপারটা দারুণ হবে।’
তবে তামিমের এতদিনেও না ফেরার কারণ কী হতে পারে। মূলত তামিম নিজেকেই ক্রিকেট থেকে দূরে সরিয়ে রাখায় এমনটা হয়েছে বলে জানান লিপু। তিনি বলেন, ‘তামিমের বিষয়টা হচ্ছে কেউ যদি নিজেকে উইথড্রোর (সরিয়ে নেওয়া) জায়গায় নিয়ে রাখে, সেক্ষেত্রে ফেরানো সম্ভব না। এর আগে ভিন্ন একটা বোর্ড ছিল, সেখান মত-পার্থক্য ছিল। এছাড়া আরো অনেক ইস্যুও ছিল।’
তবে লিপুর বিশ্বাস নতুন বোর্ডের অধীনে দলে ফিরবেন তামিম। এই প্রধান নির্বাচক বলেন, ‘নতুন বোর্ডের অধীনে তামিমকে নিয়ে আশার আলো দেখা যাচ্ছে । তিনি মাঠে ফিরে বড় টুর্নামেন্টে খেলার আশা নিয়ে নিজেকে প্রস্তুত করছেন। আমরা তামিমের সঙ্গে আলোচনায় বসবো। বোর্ড ও নির্বাচকদের সমন্বিতভাবে বসে আলাপ করে তামিমের বিষয়ে একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারবো।’
তামিম অবশ্য মাঠে ফিরেই নিজের চেনা রূপে ধরা দিয়েছেন। চলমান এনসিএল টি-টোয়েন্টিতে নিজ বিভাগ চট্টগ্রামের হয়ে ৪ ম্যাচে ৬৩.৩৩ গড় ও ১৫০.৭৯ স্ট্রাইক রেটে ১৯০ করেছেন এই ড্যাশিং ওপেনার।
ক্রিফোস্পোর্টস/১৬ডিসেম্বর২৪/বিটি