আজ থেকে মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দশম আসর। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিপিএল নিয়ে ব্যাপক আলোচনা হলেও বর্তমান ঠান্ডা আবহাওয়ার কারণে মাঠে গিয়ে দর্শকদের খেলা দেখার আগ্রহ কিছুটা কম। তবে সেটা বুঝতে পেরেই হয়তো বিসিবি মাঠে দর্শক আকর্ষণ করতে নতুন একটি নীতি অবলম্বন করতে যাচ্ছে।
বিসিবি নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতি ম্যাচেই একজন ভাগ্যবান উৎসাহী দর্শক সুযোগ পাবেন ম্যাচ সেরা ক্রিকেটারের সঙ্গে দেখা করে ছবি তোলার সুযোগ। শুধু তাই নয়, তিনি পাবেন প্লেয়ার অফ দ্য ম্যাচ সেই ক্রিকেটারের সাক্ষর করা একটি ব্যাট। গতকাল নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে এমনই বার্তা দিয়েছে বিসিবি।
সেই পোস্টে বিসিবিএ উল্লেখ করে প্রতি ম্যাচেই একজন দর্শক হবেন ‘মোস্ট এন্থুসিয়াস্টিক ফ্যান অফ দ্য ম্যাচ’ বা সবচেয়ে উৎসাহী সমর্থক। দর্শকদের পোশাক, প্ল্যাকার্ড এবং সামগ্রিক এক্টিভিটি বিবেচনা করে টিভি ক্যামেরা সকলের মধ্য থেকে খুঁজে বের করবে ম্যাচের সবচেয়ে এন্থুসিয়াস্টিক ফ্যান।
বিসিবি আরও উল্লেখ করে নির্বাচিত সেই উৎসাহী দর্শকের ছবি স্টেডিয়ামের বড় স্ক্রিনে দেখানো হবে। সেই দর্শকের সঙ্গে প্লেয়ার অফ দ্য ম্যাচ এবং তার সিগনেচার করা ব্যাটের তোলা ছবি বিপিএল টি-২০ এর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে পোস্ট করবে বিসিবি। মূলত বিপিএলের প্রতি দর্শকদের আগ্রহ আরও বাড়াতে এমন উদ্যোগ নিয়েছে বিসিবি।
আরও পড়ুন: আজ শুরু অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ, সরাসরি ম্যাচ দেখবেন যেভাবে
ক্রিফোস্পোর্টস/১৯জানুয়ারি২৪/এফএএস