ইংল্যান্ডের মাটিতে আইরিশ মিশনে স্বস্তিতে নেই বাংলাদেশ। বৈরি আবহাওয়া সঙ্গে বৃষ্টি পণ্ডু করেছে গত ৯ মের প্রথম ওয়ানডে। এবার চোখ রাঙাচ্ছে দ্বিতীয় ম্যাচের দিকেও।
আগামীকাল শুক্রবার ১২ মে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে মাঠে নামবে তামিম-সাকিবরা। তবে এ ম্যাচ ঘিরেও শঙ্কা তৈরি হয়েছে। বৃষ্টি বাধায় এই ম্যাচটিও ভেস্তে যেতে পারে। চেমসফোর্ডের আকাশ এমনই বার্তা দিয়ে রেখেছে, যা আগেই জানিয়েছিল দেশটির আবহাওয়া বিভাগ।
নতুন আবহায়া বার্তায় জানা গেছে, শুক্রবার সেখানকার স্থানীয় সময় সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বৃষ্টি হতে পারে। এদিন চেমসফোর্ডের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ১৪ ডিগ্রি।
এদিকে দেশটির আবহাওয়া বিভাগ সম্প্রতি যে বার্তা দিয়েছে-সে অনুযায়ী সবকটি ম্যাচেই বৃষ্টি হানা দেবে। প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচে বৃষ্টির আভাস তারই প্রমাণ।
অপরদিকে শেষ পর্যন্ত তাই হলে, আগামী অক্টোবরে বিশ্বকাপের আগে টাইগারদের প্রস্তুতি, প্লেয়ার বাছাই মিশন কিছুটা ধাক্কা খাবে। কারণ এই সিরিজটি টাইগারদের বিশ্বকাপ পরিকল্পনারই অংশ বলে জানা গেছে।
আইরিশ মিশনে ৯ মে প্রথম ওয়ানডে হালচাল:
এদিন টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে টপঅর্ডার ব্যাটারদের হারিয়ে বিপদে পরে হাথুরুসিংহের শিষ্যরা। তবে নিজের ৩৬তম জন্মদিনে মিস্টার ডিপেন্ডেবল খ্যাত মুশফিকুর রহিম ৬১ রানের দুর্দান্ত একটি ইনিংস খেলেন। এছাড়া নাজমুল শান্তর ৪৪ ও হৃদয়-মিরাজের ২৭ রানে ভর করে ৫০ ওভারে ৯ উইকেটে ২৪৬ রান করে বাংলাদেশ।
জবাবে ১৬.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ৬৫ রান তুলে আয়ারল্যান্ড। এরপরই ম্যাচে বেরসিক বৃষ্টির হানা। শেষ পর্যন্ত আর এক বলও মাঠে গড়ায়নি, এতে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।