
নানা বিতর্কে আলোচনার তুঙ্গে এবারের বিপিএল। এর সঙ্গে যুক্ত হয়েছে ফিক্সিং ইস্যু। বিপিএলের চলতি আসরে বেশ কয়েকটি ম্যাচে সন্দেহজনক পারফরম্যান্সের অভিযোগ উঠেছে। যেখানে জড়িত সন্দেহে নজরদারিতে থাকা কয়েকজন ক্রিকেটারের মধ্যে এনামুল হক বিজয়ের নামও রয়েছে। এমনকি তার দেশত্যাগে নিষেধাজ্ঞার গুঞ্জন উঠেছে।
তবে বিজয়কে দেশত্যাগের নিষেধাজ্ঞা দেওয়ার বিষয়টি সঠিক নয়। বিসিবির শীর্ষ পর্যায় থেকে দেশের একটি গণমাধ্যমকে এমনটাই জানানো হয়েছে। তাদের পক্ষ থেকে বিজয়কে এ ধরনের কোনো নির্দেশনা দেওয়া হয়নি।
বিপিএলের চলতি আসরে অন্তত আটটি ম্যাচে সন্দেহজনক পারফরম্যান্সের অভিযোগ উঠেছে। যেখানে জড়িত সন্দেহে নজরদারিতে আছেন বিজয়সহ ১০ ক্রিকেটার। যদিও বিষয়টি নিয়ে হতাশা প্রকাশ করেছেন বিজয়। দেশের একটি গণমাধ্যমকে এই ওপেনার বলেন, ‘আসলে আমি কি বলবো, দেশত্যাগে নিষেধাজ্ঞার খবর জানি না পুরোপুরি। আমি শুধু নিউজটা দেখছি।’
আরও পড়ুন:
» রাজশাহীকে বিদায় করে প্লে-অফে খুলনা
» ম্যাচ ফিক্সিং ইস্যুতে নাম, মুখ খুললেন বিজয়
এ ইস্যুতে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)’র সঙ্গে যোগাযোগ করেছেন কয়েকজন ক্রিকেটার। তারা জানিয়েছে, ফিক্সিং ইস্যুতে তাঁদের নিয়ে অপপ্রচার করা হচ্ছে।
এ বিষয়ে কোয়াবের সাধারণ সম্পাদক দেবব্রত পাল দেশের একটি গণমাধ্যমকে বলেন, ‘এই বিষয়টি নিয়ে আমরা বেশ উদ্বিগ্ন। কয়েকজন ক্রিকেটার আমাদের সঙ্গে যোগাযোগ করে জানিয়েছেন যে তাঁদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। আমি মনে করি, যদি কোনো ক্রিকেটার এসবে জড়িত থাকলে বিসিবির তদন্তে বের হয়ে আসবে। কিন্তু কেউ জড়িত না থাকার পরও নাম আসলে সেটা খুব দুঃখজনক এবং ওই ক্রিকেটারের ক্যারিয়ার এবং মর্যাদার জন্যও ক্ষতিকর।’
এছাড়া বিজয়ের দেশত্যাগের নিষেধাজ্ঞার বিষয়ে তিনি বলেন, ‘এ বিষয়টি নিয়ে আমি বিসিবিতে কথা বলেছি। আমার জানামতে, বিজয়কে নিয়ে এ ধরনের কোনো নির্দেশনা দেওয়া হয়নি।’
এদিকে বিপিএলে চিটাগং কিংসের অধিনায়ক মোহাম্মদ মিথুনেরও নাম রয়েছে এই তালিকায়। তবে ফ্র্যাঞ্চাইজির ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি জানিয়েছেন, এসবের সঙ্গে তিনি জড়িত নন। তাছাড়া চিটাগং কিংসের মালিক সামির কাদের চৌধুরীও বিষয়টি নিয়ে বেশ ক্ষুব্ধ হয়েছেন।
ক্রিফোস্পোর্টস/১ফেব্রুয়ারি২৫/বিটি
