Connect with us
ক্রিকেট

‘ওরা আমাকে উদ্ধার করেছে, আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব’

Rishabh Pant
রিশভ পান্ত। ছবি- সংগৃহীত

২০২২ সালে ৩০ ডিসেম্বর দিনটা ভারতীয় ক্রিকেটে বড় ধাক্কা নিয়ে এসেছিল। এদিন দেশটির অন্যতম তারকা ক্রিকেটার রিশভ পান্ত ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়েছিলেন। ভাগ্যের জোরে সে যাত্রায় বেঁচে গিয়েছিলেন প্রাণে। কিন্তু পরবর্তীতে আর কখনও ক্রিকেটে ফিরতে পারবেন তিনি, সেটা হয়তো কেউ ভাবতে পারেনি।

তবে গেল আইপিএল দিয়ে দারুন ভাবে নিজের প্রত্যাবর্তন ঘটিয়েছেন এই ভারতীয় ক্রিকেটার। দুই দফা অস্ত্রোপচার করার পরে প্রায় ১৪ মাস পর মাঠের ক্রিকেটে ফেরেন তিনি। আর দলে ফিরেই পুনরায় নিজের ছাপ স্পষ্টভাবেই রাখতে শুরু করেছেন পান্ত। এবার তিনি উপহার দিয়েছেন সেই দুর্ঘটনা থেকে তাকে উদ্ধার করা দুই যুবককে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওর মাধ্যমে প্রথমে জানা যায় রজত কুমার ও নিশু কুমার নামক সেই যুবকদের দুটি স্কুটার উপহার দিয়েছেন পান্ত। এই দুই যুবক নিজেদের জীবন ঝুঁকিতে ফেলে প্রাণে বাঁচিয়েছিলেন ভারতীয় তারকা ক্রিকেটারকে। তাই ভারতীয় সে ক্রিকেটার বিশেষভাবে উল্লেখ করেছেন এই দুই যুবকের নাম।

two guys who helped Rishabh pant

পান্তকে উদ্ধার করা দুই যুবক।

মূলত দুর্ঘটনার পর রিশভ পান্তের গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লেগে যাওয়া সেই গাড়ির কাঁচ ভেঙে পান্তকে উদ্ধার করেন রজত কুমার ও নিশু কুমার নামক এই দুই যুবক। উদ্ধারের পর তারাই ভারতের তারকা এই ক্রিকেটারকে নিয়ে গিয়েছিলেন হাসপাতালে। পরবর্তীতে চিকিৎসার চলাকালীন সময়েও পান্তের খোঁজখবর নিয়েছেন তারা।

আরও পড়ুন:

» আইপিএলে রিশাদের সম্ভাবনা কতটুকু, মুস্তাফিজকে ধরে রাখবে চেন্নাই?

» ওয়ানডে সিরিজ থেকেও ছিটকে গেলেন মুশফিক, ফিরতে পারেন যারা

এই দুই যুবককে সামাজিক মাধ্যমে কৃতজ্ঞতাও জানিয়েছেন পান্ত। নিজের এক পোস্টে এই তারকা ক্রিকেটার লিখেন, ‘আমি হয়তো সবাইকে আলাদা করে ধন্যবাদ দিতে পারছিনা, তবে দুজনের কথা বিশেষ করে বলতেই হয়। দুর্ঘটনার পর তারা আমায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছিল। রজত ও নিশুকে ধন্যবাদ, আমি সবসময় আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব।’

এছাড়া কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি সম্প্রতি এই দুই যুবককে দুটি স্কুটার উপহার দিয়েছেন পান্ত। উপহার পাওয়া সেই স্কুটার দুটি চালানোর ভিডিও দেশটির সামাজিক মাধ্যমে বেশ আলোড়ন তৈরি করেছিল। এদিকে নিজের প্রত্যাবর্তন ঘটিয়ে আইপিএল, টি-টোয়েন্টি বিশ্বকাপসহ অসংখ্য আন্তর্জাতিক সিরিজে মাঠে নেমেছেন রিশাভ পান্ত।

ক্রিফোস্পোর্টস/২৪নভেম্বর২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট