
গেল কাতার বিশ্বকাপের পর অনেকেই বলছিলেন, ক্রিস্টিয়ানো রোনালদো এবার ফুরিয়ে গেছেন। সময় হয়েছে তার অবসরের! তখন দীর্ঘদিনের ইউরোপ ফুটবলে যাত্রা থামিয়ে এই পর্তুগিজ তারকা সৌদির ফুটবলে পাড়ি জমালে সমালোচকরা বলেছিলেন, কেবল টাকার জন্য সেখানে গিয়েছেন তিনি।
রোনালদো আল-নাসরে যোগ দেয়ার পর তাকে অনুসরণ করে অসংখ্য তারকা ফুটবলার ভিড়েছেন মধ্যপ্রাচ্যের ফুটবলে। আর মুহূর্তের মধ্যেই বদলে গেছে সৌদি ফুটবলের দৃশ্যপট। দিন দিন বেড়েছে দেশটির ঘরোয়া ফুটবলে প্রতিযোগিতা। সময়ের সাথে নিজেকে আরও উঁচুতে নিয়ে গেছেন রোনালদো। আরো একবার প্রমাণ করছেন বয়স কেবল সংখ্যা মাত্র।
প্রতিনিয়ত মাঠের পারফরমেন্সে জবাব দিচ্ছেন বিভিন্ন সমালোচনার। গড়ছেন একের পর এক রেকর্ড; স্বপ্ন দেখছেন বিশ্বের একমাত্র ফুটবলার হিসেবে হাজার গোল স্পর্শ করার। এবার ফুটবলের পাশাপাশি সমালোচকদের জবাব দিলেন রোনালদো নিজের কথায়। নেটফ্লিক্সের বানানো তথ্যচিত্রের প্রচারণামূলক এক ভিডিওতে এই পর্তুগিজ তারকা জানিয়েছেন নিজের কথা।

আল-নাসরে ক্রিস্টিয়ানো রোনালদো।
সৌদি আরবের ফুটবলে রোনালদো কেবল খেলতেই আসেননি, তাকে আনা হয়েছে এই অঞ্চলের ফুটবলকে উন্নত করা এবং বিশ্বমঞ্চে তুলে ধরার জন্য। মধ্যপ্রাচ্যে নিজের ফুটবলজীবন নিয়ে এই তারকা বলেছেন, ‘আমি এখানে জিততে এসেছি। এসেছি এই লিগটাকে আরও ভালো পর্যায়ে নিয়ে যেতে। আমি এখানে নিজের ছাপ রেখে যেতে চাই।’
আরও পড়ুন:
» আইপিএল নিলাম শুরুর আগে হঠাৎ নির্বাসিত দুই ক্রিকেটার!
» বাংলাদেশ ও সাকিবের পৃথক ম্যাচসহ আজকের খেলা (২৩ নভেম্বর ২৪)
যারা মনে করেন রোনালদো কেবল অর্থের জন্য ইউরোপ ছেড়েছিলেন, তাদের জবাব দিয়ে রোনালদো আরও বলেন, ‘তারা বলে আমি শেষ, আমি নাকি এখানে শুধু অর্থের জন্য এসেছি! তবে আমি এখনো খেলাটির প্রতি ভালোবাসা অনুভব করি। কিন্তু তারা এটা বিশ্বাস করে না, আমি এখানে শুধু জিততে এসেছি।’
ক্রিস্টিয়ানো রোনালদো এখনো থেমে নেই। বয়সের সঙ্গে পাল্লা দিয়ে ছুটে চলেছেন পুরো দমে। সব মিলিয়ে তার ক্যারিয়ারের গোল সংখ্যা ৯১০। একক খেলোয়াড় হিসেবে আন্তর্জাতিক ফুটবলে সবথেকে বেশি জয়ও তার নামের পাশে। রোনালদো বয়সের ভারে খুব বেশি পিছিয়ে পড়ছেন না, তা বোঝা যায় ৩৫ বছরের পর বিশ্বে সর্বোচ্চ গোলদাতার খেতাব জয়ে।
ক্রিফোস্পোর্টস/২৩নভেম্বর২৪/এফএএস
