Connect with us
ফুটবল

চেলসিকে আবেগঘন বিদায় জানালেন থিয়াগো সিলভা

Thiago Silva gave an emotional farewell to Chelsea
ব্রাজিলিয়ান কিংবদন্তি থিয়াগো সিলভা। ছবি- সংগৃহীত

দীর্ঘ চার বছর চেলসির হয়ে খেলার পর ব্রাজিলিয়ান কিংবদন্তি থিয়াগো সিলভা অবশেষে লন্ডনের ক্লাবটিকে বিদায়ের ঘোষণা দিলেন। চলতি মৌসুম শেষে ক্লাবটির নীল জার্সি গায়ে আর মাঠ মাতাতে দেখা যাবে না তাকে। ২০২০ সালে চেলসিতে চার বছরের চুক্তিতে যোগ দেন সিলভা যার মেয়াদ চলতি মৌসুম পরই শেষ হয়ে যাবে।

নিজের প্রিয় ক্লাবকে বিদায় জানানোটা যে এই ব্রাজিলিয়ানের জন্য কতটা কষ্টের সেটা তার কথাতেই স্পষ্ট। বিদায় বার্তায় সিলভা বলেন, ‘সাধারণভাবেই বিদায় নেওয়াটা অনেক কষ্টের কিন্তু যখন দুই পক্ষের মধ্যে এমন তীব্র ভালোবাসা কাজ করে তখন বিদায় নেওয়া আরও কঠিন হয়ে দাঁড়ায়। একবার যে ব্লু, সব সময়ই সে ব্লু।’

তবে চেলসি থেকে পাওয়া ভালোবাসা তিনি সারা জীবন আঁকড়ে ধরে রাখতে চান। খেলোয়াড় হিসেবে সম্ভব না হলেও লন্ডনের ক্লাবটিতে অন্য কোন ভূমিকায় আবারও ফিরে আসার কথাও জানান তিনি।

সিলভা বলেন, ‘এর অর্থ এটা নয় যে আমাদের সম্পর্ক শেষ। আমি এই সম্পর্কের দরজা খোলা রাখতে চাই। ভবিষ্যতে এখানে অন্য কোন ভূমিকায় ফিরে আশার স্বপ্ন দেখি। আপনাদের ভালোবাসার জন্য আমি কেবল আপনাদের ধন্যবাদই জানাতে পারি।’

সিলভা যোগ করেন, ‘আমার ছেলেরা চেলসির হয়ে খেলছে। তারা এখনও এখানে আছে। চেলসি পরিবারের অংশ হতে পারাটা তাই আমার জন্যও গর্বের। আমি আশা করি, চেলসিতে ছেলেরা তাদের ক্যারিয়ার আরও দীর্ঘ করতে পারবে। এটি এমন একটি ক্লাব যেখানে অন্য অনেক খেলোয়াড়রাই খেলার স্বপ্ন দেখে। চেলসিতে আমার চার বছরের সবটুকু দিয়ে আমি খেলেছি। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো, পৃথিবীতে সব কিছুরই শুরু এবং শেষ আছে।’

বর্তমানে ৩৯ বছর বয়সী ব্রাজিলিয়ান কিংবদন্তি থিয়াগো সিলভা লন্ডনের ক্লাবটির সঙ্গে চলতি বছরেই চুক্তির মেয়াদ শেষ হবে। এরপর ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সে তার যোগ দেওয়ার জোর সম্ভাবনা রয়েছে।

এছাড়াও যুক্তরাষ্ট্রের এমএলএস কিংবা ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলানেও তার যোগদানের গুঞ্জন রয়েছে। চেলসিতে চার বছরে সিলভা মোট ৪ জন কোচের অধীনে খেলেছেন।

ব্লুজদের হয়ে চার বছরে এ পর্যন্ত মোট ১৫১ টি ম্যাচ খেলেছেন সিলভা। শিরোপা জিতেছেন তিনটি যেখানে রয়েছে একটি ক্লাব বিশ্বকাপ, উয়েফা সুপার কাপ ও একটি চ্যাম্পিয়ন্স লিগ।

আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স লিগের প্রথম সেমিতে রাতে মুখোমুখি রিয়াল-বায়ার্ন

ক্রিফোস্পোর্টস/৩০এপ্রিল২৪/এমএস/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল