Connect with us
ফুটবল

১৭ বছরে প্রথমবার বিশ্ব একাদশে জায়গা হয়নি মেসির

Lionel Meesi
লিওনেল মেসি। ছবি- সংগৃহীত

ফুটবল ক্যারিয়ারের শুরু থেকেই ধারাবাহিকভাবে পারফর্ম করে গেছেন লিওনেল মেসি। যার ফলে প্রতি বছর কোনো না কোনো পুরস্কার ঝুলিতে পুরেছেন এই আর্জেন্টাইন মহাতারকা। ক্যারিয়ারের শেষদিকে এসেও ব্যালন ডি’অর, ফিফা দ্য বেস্ট— এর মতো পুরস্কার জিতেছেন এই তারকা। তবে ধীরে ধীরে ব্যক্তিগত পুরস্কার জয়ের কম্পিটিশন থেকে কিছুটা দূরে সরে যাচ্ছেন এই বিশ্বকাপজয়ী অধিনায়ক।

সবশেষ ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায়ও জায়গা হয়নি মেসির। এবার ফিফার বিশ্ব একাদশেও জায়গা হয়নি এই আর্জেন্টাইন মহাতারকার। মেসির ক্যারিয়ারে দীর্ঘ ১৭ বছর পর প্রথমবার ঘটল এমন ঘটনা। ২০০৬ সালের পর মেসিকে ছাড়া গঠিত হয়েছে ফুটবলারদের ভোটে নির্বাচিত বছরের সেরা এই একাদশ।

গতকাল মঙ্গলবার (১০ ডিসেম্বর) এবারের বিশ্ব একাদশ প্রকাশ করেছে ফিফা। যেখানে আধিপত্য বজায় রেখেছে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটির ফুটবলাররা। সারাবিশ্বের ২১ হাজার ফুটবলারের ভোটে এই একাদশ নির্বাচিত হয়েছে।

বিশ্ব একাদশের মধ্যে রিয়াল মাদ্রিদ থেকে জায়গা করে নিয়েছেন সর্বোচ্চ ৬ জন খেলোয়াড়। আর ম্যানচেস্টার সিটি থেকে ৪ জন এবং লিভারপুল থেকে জায়গা হয়েছে এক জনের।

আরও পড়ুন:

»  সদ্য এশিয়া কাপজয়ী দুই তরুণ খেলবেন এনসিএল টি-টোয়েন্টিতে

» ফিফা ক্লাব বিশ্বকাপ ২০২৫ : একনজরে রিয়ালের সকল ম্যাচ সূচি 

রিয়াল মাদ্রিদ থেকে আছেন ভিনিসিয়ুস জুনিয়র, জুড বেলিংহাম, কিলিয়ান এমবাপ্পে, দানি কারভাহাল, আন্তনিও রুডিগার এবং সম্প্রতি অবসরে যাওয়া টনি ক্রুস। সিটির চার খেলোয়াড় হলেন ব্যালন ডি’অর জয়ী রদ্রি, আর্লিং হলান্ড, এডারসন মোয়ারেস ও কেভিন ডি ব্রুইনা। আর লিভারপুল থেকে জায়গা পেয়েছেন ভার্জিল ভ্যান ডাইক।

এর আগে ২৬ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছিল ফিফা। যেখানে ইউরোপের বাইরের লিগে খেলা খেলোয়াড়দের মধ্যে শুধু লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোই জায়গা করে নিয়েছিলেন। তবে এ নিয়ে বেশ আলোচনা-সমালোচনাও হয়েছিল। তবে শেষ পর্যন্ত চূড়ান্ত একাদশে জায়গা করে নিতে পারেননি এ দুজনের কেউই।

২০২৪ ফিফপ্রো বিশ্ব একাদশ (পুরুষ)

গোলরক্ষক: এডারসন মোয়ারেস (ম্যানচেস্টার সিটি, ব্রাজিল)
ডিফেন্ডার: অ্যান্টোনিও রুডিগার (রিয়াল মাদ্রিদ, জার্মানি), দানি কারভাহাল (রিয়াল মাদ্রিদ, স্পেন), ভার্জিল ভ্যান ডাইক (লিভারপুল, নেদারল্যান্ডস)
মিডফিল্ডার: টনি ক্রুস (রিয়াল মাদ্রিদ, জার্মানি), জুড বেলিংহাম (রিয়াল মাদ্রিদ, ইংল্যান্ড), কেভিন ডি ব্রুইনা (ম্যানচেস্টার সিটি, বেলজিয়াম), রদ্রি (ম্যানচেস্টার সিটি, স্পেন)
ফরোয়ার্ড: ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ, ব্রাজিল), কিলিয়ান এমবাপ্পে (পিএসজি/রিয়াল, ফ্রান্স), আর্লিং হলান্ড (ম্যানচেস্টার সিটি, নরওয়ে)

ক্রিফোস্পোর্টস/১০ডিসেম্বর২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল