১৯৩৩ সাল থেকে এশিয়া মহাদেশে চলে আসছে ক্রিকেটের সব থেকে সম্মানজনক ফরমেটের খেলা টেস্ট। প্রায় ৭০০ এর বেশি টেস্ট ম্যাচ এই মহাদেশে খেলা হলেও এর আগে কখনও ঘটেনি এমন ঘটনা, যা ঘটে গেল আজ। প্রথমবারের মতো কোন ম্যাচে একটি বল মাঠে না গড়িয়েই সমাপ্ত হলো টেস্ট।
গত ৯ সেপ্টেম্বর ভারতের উত্তরপ্রদেশের নয়ডায় মাঠে গড়ানোর কথা ছিল আফগানিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যকার একমাত্র টেস্ট ম্যাচ। তবে সেখানকার বৈরী আবহাওয়া ও বাজে মাঠ ব্যবস্থার কারণে প্রথম চার দিনের খেলা হয়নি সম্ভব। আজ পঞ্চম দিন এসে আনুষ্ঠানিকভাবে পুরো ম্যাচ ঘোষণা হলো পরিত্যক্ত।
গোটা টেস্ট ম্যাচে কোন বল মাঠে না গড়িয়ে ম্যাচ পরিত্যক্ত হওয়ার ঘটনা বিশ্বে এটি অষ্টম। এর আগে ১৯৯৮ সালের পরিত্যক্ত ডানেডিন টেস্টেও জড়িয়ে আছে নিউজিল্যান্ডের নাম। যেখানে তাদের ম্যাচ হওয়ার কথা ছিল ভারতের সঙ্গে। তবে বৃষ্টির কারণে শেষ পর্যন্ত মাঠে গড়ায়নি সেই ম্যাচ।
প্রসঙ্গত, ভারতকে হোম ভেন্যু বানিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট খেলতে এসেছিল আফগানিস্তান। যেখানে প্রথম দুই দিনের খেলায় ছিল না বৃষ্টি। আকাশেও ছিল সূর্যের দেখা। তবে ম্যাচ শুরুর আগের দিন সেখানে বৃষ্টি এবং বাজে ড্রেনেজ ব্যবস্থার কারণে মাঠ খেলার উপযোগী করে তোলা যায়নি।
এরপর তৃতীয় দিন ভারী বৃষ্টিপাত হলে মাঠে খেলা করানোর আর কোন সম্ভাবনা দেখা যায়নি। এরপর চতুর্থ দিন এবং আজ টেস্টের পঞ্চম দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। যা এশিয়ার ক্রিকেটে ইতিহাস হয়ে থাকবে প্রথম কোন টেস্ট ম্যাচ এক বল না খেলেই বাতিল হওয়ায়।
এদিকে শোনা যাচ্ছে ভবিষ্যতে আর কখনও এখানে খেলতে আসবে না আফগানিস্তান। তাদের চাওয়া দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে আলোচনা সাপেক্ষে একটি ভালো মাঠ পাওয়ার। যদিও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে খেলা কোন ম্যাচ ছিল না, তবে বিভিন্ন কারণে এই ম্যাচটি উভয় দলের জন্যই ছিল গুরুত্বপূর্ণ।
আরও পড়ুন: ব্যাটিংয়ে সাকিবের ফর্মে ফিরতে এক ইনিংসই যথেষ্ট : নির্বাচক হান্নান
ক্রিফোস্পোর্টস/১৩সেপ্টেম্বর২৪/এফএএস