আইসিসির চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় ইভেন্টে ম্যাচ অফিসিয়ালের তালিকায় নেই ভারতের কেউ! বিষয়টা অনেকটা অবিশ্বাস্য মনে হলেও এমনটাই হতে যাচ্ছে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে।
চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে আর মাত্র দুই সপ্তাহের অপেক্ষা। আসন্ন এই টুর্নামেন্টকে সামনে রেখে আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতিতে ১৫ জন ম্যাচ অফিসিয়ালদের তালিকা প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
৮ দলের এই বৈশ্বিক টুর্নামেন্টে আম্পায়ারিংয়ের দায়িত্বে থাকবেন ১২ জন এবং ম্যাচ রেফারির দায়িত্বে থাকবেন ৩ জন। তবে এই ১৫ জনের তালিকায় ভারতের কোনো আম্পায়ার কিংবা ম্যাচ রেফারি নেই।
আরও পড়ুন:
» চ্যাম্পিয়ন্স ট্রফিতে থাকছে বাংলাদেশি আম্পায়ার, নেই ভারতের কেউ
» চ্যাম্পিয়ন্স ট্রফির ক্যাম্পে ডাক, বিপিএল শেষে বিশ্রাম নেই ক্রিকেটারদের
এই ১২ আম্পায়ারের মধ্যে রাখা হয়নি বর্তমানে আইসিসির এলিট প্যানেলভুক্ত ভারতের আম্পায়ার নীতিন মেননের। ভারতের আরেক অভিজ্ঞ আম্পায়ার জয়রামান মদনগোপালেরও নাম নেই। এছাড়া ম্যাচ রেফারিদের তালিকায় ভারতের সাবেক ক্রিকেটার ও আইসিসির ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথের নামও নেই।
তবে আইসিসি নীতিন মেননকে চ্যাম্পিয়ন্স ট্রফির তালিকায় রাখতে চাইলেও ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি সরে দাঁড়িয়েছেন বলে জানিয়েছে পিটিআই। বিসিসিআইয়ের একটি সূত্র পিটিআইকে জানিয়েছে, ‘মেননকে চ্যাম্পিয়ন্স ট্রফির তালিকায় রাখতে চেয়েছিল আইসিসি। কিন্তু ব্যক্তিগত কারণ দেখিয়ে পাকিস্তানে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।’
এদিকে হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে দুবাইয়ে। তবে আইসিসির নিরপেক্ষ আম্পায়ার নিয়োগের নীতির কারণে ভারতের ম্যাচ পরিচালনার দায়িত্বেও থাকতে পারবেন না নীতিন। যে কারণে তাকে ছাড়াই ম্যাচ অফিসিয়ালের তালিকা প্রকাশ করেছে আইসিসি।
এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দায়িত্ব পাওয়া ১২ আম্পায়ার হলেন— রিচার্ড কেটেলবরো, ক্রিস গ্যাফানে, রিচার্ড ইলিংওয়ার্থ, কুমার ধর্মসেনা, পল রাইফেল, রড টাকার, মাইকেল গফ, আদ্রিয়ান হোল্ডস্টক, শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত, অ্যালেক্স হোয়ার্ফ, এহসান রাজা ও জোয়েল উইলসন। এছাড়া ম্যাচ রেফারির দায়িত্বে থাকবেন ডেভিড বুন, অ্যান্ডি পাইক্রফট ও রঞ্জন মাদুগালে।
ক্রিফোস্পোর্টস/৫ফেব্রুয়ারি২৫/বিটি