Connect with us
ক্রিকেট

আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে বড় দুঃসংবাদ পেলেন লঙ্কান এই কোচ

Cricket coach
দিলীপ সামারাবিরা। ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার দিলীপ সামারাবিরার বিরুদ্ধে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের নারী দলের কোচিং স্টাফের দ্বায়িত্বে থাকাকালীন সময়ে আচারণবিধি লঙ্ঘন করার অভিযোগ উঠে। অভিযোগ সত্যতা মিললে ২০ বছরের জন্য নিষেধাজ্ঞা দেয় ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) এই কোচ কে।

মূলত নিন্দনীয় আচারণের কারণে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যের নারী দলের এই কোচ কে শাস্তি দেয় সিএ। আগামী ২০ বছর সিএ-এর অধীনে থাকা কোনো প্রতিষ্ঠানে কাজ করতে পারবেন না সামারাবিরা।

কিছুদিন আগে ভিক্টোরিয়া রাজ্যের নারী ক্রিকেট দলে দ্বায়িত্বে থাকাকালে এক ব্যক্তি কে নারী দলে নিয়োগের জন্য কতৃপক্ষকে চাপ দিয়েছিলেন লঙ্কান এই সাবেক ক্রিকেটার। যা অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডে বড় ধরনের অপরাধ।

আরও পড়ুন: হাসানের ফাইফার ও তাসকিনের দাপটে দিনের শুরুতে অলআউট ভারত

সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ সিএ’র কাছে সামিরাবিরা নিয়ে অভিযোগ করে। এছাড়াও ভিক্টোরিয়া রাজ্যের নারী দলের এক ক্রিকেটার তার বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ করেন। এই অভিযোগকে আরও গুরুত্বের সঙ্গে নিয়েছে সিএ। ফলে অভিযোগ প্রমাণের ভিত্তিতে বড় ধরনের সাজা দিয়েছে সিএ।

সামিরাবিরার আচরণ বিধি লঙ্ঘনের বিষয়ে ক্রিকেট ভিক্টোরিয়ার প্রধান নির্বাহী নিক কামিন্স বলেছেন, ‘সামারাবিরার বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ক্রিকেট অস্ট্রেলিয়ার আচরণবিধি কমিটি যে সিদ্ধান্ত নিয়েছে, তা সমর্থন করি আমরা। আমরা মনে করি, সামারাবিরা যে আচরণ করেছে, সেটি নিন্দনীয় ও ক্রিকেট ভিক্টোরিয়ার আচরণ নীতিমালার সঙ্গে বিশ্বাসঘাতকতা।’

এছাড়াও নিক কামিন্স বলেন ‘তার( সামিরাবিরার) আচরণের শিকার হওয়া ব্যক্তির প্রতি সহানুভূতিশীল আমরা। তিনি সামারাবিরার বাজে আচরণের বিরুদ্ধে বাঁধা হয়ে দাঁড়িয়ে অসাধারণ মানসিক দৃঢ়তার পরিচয় দিয়েছেন। প্রাতিষ্ঠানিক দৃষ্টিকোণ থেকে ক্রিকেট ভিক্টোরিয়া সব কর্মীরই নিরাপত্তা বিধানে বদ্ধপরিকর। কখনোই আমরা কারও থেকে এ ধরনের আচরণ সহ্য করব না।’

লঙ্কান সাবেক এই ক্রিকেটার ১৯৯৩ থেকে ১৯৯৫ পর্যন্ত শ্রীলংকার জাতীয় দলে খেলেছেন। মাত্র দুই বছরের ক্যারিয়ারে শ্রীলঙ্কার হয়ে ৭ টি টেস্ট ও ৫ ওয়ানডে ম্যাচ খেলেছেন। ৫২ বছর বয়সী এই সাবেক ক্রিকেটারের নেই হাফ সেঞ্চুরি বা সেঞ্চুরি।

ক্রিফোস্পোর্টস/২০সেপ্টেম্বর২৪/এইচআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট