মাঠের বাইরের ব্যস্ততা শেষ করে আবারও মাঠে ফিরেছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। আঙুলের চোট কাটিয়ে নিজেকে প্রস্তুত করতে গতকাল (সোমবার) মিরপুরের একাডেমিতে অনুশীলন শুরু করেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। আজ থেকে রংপুরের হয়ে বিপিএলের অনুশীলনে যোগ দিয়েছেন বাংলাদেশের পোস্টার বয়।
এবারের বিপিএলেও রংপুর রাইডার্সের হয়ে মাঠ মাতাবেন সাকিব। আজ ফ্র্যাঞ্চাইজিটির হয়ে অনুশীলনেও যোগ দিয়েছেন তিনি। অনুশীলন শেষ করে গণমাধ্যমের মুখোমুখি হন সাকিব। দল নিয়ে জানান তার ভাবনার কথা, ‘রংপুর সব সময়ই বিপিএলে চ্যাম্পিয়ন হওয়ার জন্য দল সাজায়। এছাড়া তাদের চিন্তায় ভিন্ন কিছু থাকে না। দলে বেশ কিছু ভালো ভালো ক্রিকেটার আছে। আনার মনে হয়েছে, এবারের দলটাও বেশ সামঞ্জস্যপূর্ণ হয়েছে।’
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশকে নিয়ে ভক্ত-সমর্থকদের মনে বেশ প্রত্যাশা জমেছে। বিশেষ করে গত বছরে ২০ ওভারের ক্রিকেটে তাদের সাম্প্রতিক ফর্ম। এ প্রসঙ্গে সাকিব জানান, ‘ভক্তদের প্রত্যাশা তো থাকবেই। গত বছর টি-টোয়েন্টিতে আমরা বেশ ভালো ক্রিকেট খেলেছি। আর আগামী বিশ্বকাপও যেহেতু ওয়েস্ট ইন্ডিজ-যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে, তাই আশা করছি সেটা আমাদের খেলার সাথেও ভালো মানাবে।’
চলতি মাসেই মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। বিপিএলের পরই একাধিক টি-টোয়েন্টি সিরিজ খেলেই বিশ্বকাপে খেলতে উড়াল দেবে বাংলাদেশ।
আরও পড়ুন: বিপিএলের আগেই অনুশীলনে চোট পেলেন তামিম ইকবাল
ক্রিফোস্পোর্টস/০৯জানুয়ারি২৪/এমএস/এমটি