চলতি মাসেই বাংলাদেশের ক্রিকেটে একটি বড় সাফল্য এনে দিয়েছে টাইগার যুবারা। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারতকে হারিয়ে এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জন করেছে লাল-সবুজের যুবা প্রতিনিধিরা। ছেলেদের পর এবার সাফল্যের সামনে দাঁড়িয়ে বাংলাদেশের মেয়েরাও। অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপ জিতে তাদের সামনেও এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জনের সু্যোগ রয়েছে।
আজ শুক্রবার (২০ ডিসেম্বর) অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে নেপালের মুখোমুখি হয় বাংলাদেশ। এ ম্যাচে নেপালকে হারিয়ে টুর্নামেন্টেটির উদ্বোধনী আসরেই ফাইনাল নিশ্চিত করেছে টাইগ্রেস তরুণীরা।
মালয়েশিয়ার বায়োইমাস স্টেডিয়ামে টস জিতে নেপালকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় বাংলাদেশ। বৃষ্টির কারণে এদিন ম্যাচ শুরু হতে কিছুটা বিলম্ব হয়। ফলে ম্যাচে নেমে আসে ১১ ওভারে। আগে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলিং তোপে ১১ ওভারে ৮ উইকেট হারিয়ে ৫৪ রান তুলতে সক্ষম হয় নেপাল। জবাবে ৭ বল ও ৯ উইকেট হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় টাইগ্রেস তরুণীরা।
আরও পড়ুন:
» ‘নিজের ওপর রাগ হচ্ছিল, তবে আলহামদুলিল্লাহ অবদান রাখতে পেরে’
» স্বপ্নের সফর শেষে স্বস্তির কথা জানালেন জাকের
এদিন বাংলাদেশের পক্ষে ব্যাট হাতে ৩২ বলে ২৬ রান করেন ওপেনার ফাহমিদা ছোঁয়া। এছাড়া আরেক ওপেনার ইভা ২১ বলে ১৮ এবং তিনে নামা সুমাইয়া আক্তার ১০ রান করেন। আর বল হাতে ১টি করে উইকেটের দেখা পেয়েছেন ফারজানা ইয়াসমিন, আনিসা আক্তার, ফাহমিদা ছোঁয়া ও হাবিবা ইসলাম পিংকি।
অন্যদিকে নেপালের হয়ে ব্যাট সর্বোচ্চ ১১ রান আসে ওপেনার সাবিত্রি ধামির ব্যাট থেকে। বাকিদের কেউ দুই অংক ছুঁতে পারেননি। আর বল হাতে একমাত্র উইকেটটি নিয়েছেন কাসুম গদার।
সংক্ষিপ্ত স্কোর
নেপাল অনূর্ধ্ব-১৯ : ৫৪/৮ (১১ ওভার)
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ : ৫৮/১ (৯.৫ ওভার)
ফলাফল : বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল ৯ উইকেটে জয়ী।
ম্যাচ সেরা : ফাহমিদা ছোঁয়া ২৬* (৩২) এবং ১/১৪
অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপের ফাইনাল
শ্রীলঙ্কা ও মালয়েশিয়াকে হারিয়ে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন দল হুসেবে সুপার ফোরে উঠেছিল বাংলাদেশ। তবে সুপার ফোরের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে হেরে যায় তারা। অন্যদিকে শ্রীলঙ্কা এক ম্যাচে ভারতের কাছে হার ও আরেক ম্যাচ পরিত্যক্ত হওয়ায় আগেই ছিটকে যায়। তাই বাংলাদেশের ফাইনালে যেতে একমাত্র বাধা ছিল নেপাল। সেই বাধা টপকে সহজেই ফাইনাল নিশ্চিত করেছে সুমাইয়া আক্তারের দল।
অন্যদিকে বাংলাদেশ ও শ্রীলঙ্কাকে হারিয়ে আগেভাগেই ফাইনাল নিশ্চিত করেছে ভারত। এই টুর্নামেন্টে এখন পর্যন্ত অপরাজিত নিকি প্রাসাদের নেতৃত্বাধীন দলটি।
অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপের ফাইনালে আগামী রবিবার (২২ ডিসেম্বর) ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। বায়োইমাস স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৭টায় শুরু হবে ম্যাচটি।
ক্রিফোস্পোর্টস/২০ডিসেম্বর২৪/বিটি