Connect with us
ক্রিকেট

এবার কামিন্স-লায়নদের পাশে বাংলাদেশের তাইজুল

Bangladesh's Taijul is on the side of Cummins-Lyon
টেস্টে গত ৬ বছরে সর্বাধিক ফাইফার নিয়েছেন কামিন্স, তাইজুল ও লায়ন। ছবি- সংগৃহীত

বাংলাদেশের টেস্ট ইতিহাসের অন্যতম সেরা বোলার তাইজুল ইসলাম। সাকিব আল হাসানের পর সাদা পোশাকে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি এই স্পিনার। ক্যারিয়ারের শুরু থেকেই বল হাতে নিয়মিত আলো ছড়াচ্ছেন এই তারকা। সাকিবের অনুপস্থিতিতে তো বটেই, এমনকি সাকিব থাকাকালীনও অনেক ম্যাচে টাইগার স্পিন বিভাগের নেতৃত্ব দিয়েছেন তিনি। যার সুবাদে অসংখ্য কীর্তিও গড়েছেন ৩২ বছর বয়সী এই বাঁহাতি স্পিনার।

এবার আরো এক কীর্তিতে নাম লেখালেন তাইজুল। সাদা পোশাকে শেষ ৬ বছরে এক ইনিংসে পাঁচ উইকেট বা ফাইফার নেওয়ার দিক থেকে শীর্ষে এই স্পিনার। ২০১৮ সাল থেকে লাল বলের ক্রিকেটে ১২টি ফাইফারের দেখা পেয়েছেন তাইজুল।

তবে তার সঙ্গে সমন্বিতভাবে শীর্ষে আছেন অস্ট্রেলিয়ার দুই তারকা বোলার। একজন হলেন প্যাট কামিন্স এবং আরেকজন নাথান লায়ন। ২০১৮ সাল থেকে তারাও ১২টি ফাইফারের দেখা পেয়েছেন।

আরও পড়ুন:

» এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের গ্রুপে কারা, ম্যাচ কবে-কখন?

» যুব এশিয়া কাপ চ্যাম্পিয়নদের জন্য মোটা অঙ্কের পুরস্কার ঘোষণা 

তবে এই দুই অজি তারকার চেয়ে অনেক কম ম্যাচ খেলেই এই কীর্তি গড়েছেন তাইজুল। ১২ ফাইফারের দেখা পেতে তার খেলতে হয়েছে মাত্র ৬২ ইনিংস। অন্যদিকে প্যাট কামিন্স ১০৩টি ও নাথান লায়ন ১০৬টি ইনিংস খেলে এই কীর্তি গড়েছেন।

২০১৮ সাল থেকে সর্বোচ্চ ফাইফার নেওয়ার তালিকায় আছেন দুই ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ও রবিন্দ্র জাদেজা। অশ্বিন ৯৭ ইনিংস খেলে ১১টি ফাইফারের দেখা পেয়েছেন। আর জাদেজা তার চেয়ে ১০ ইনিংস কম খেলে সমান ১১টি ফাইফার তুলে নিয়েছেন।

তবে টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ ফাইফার রয়েছে লঙ্কান কিংবদন্তি স্পিনার মুত্তিয়া মুলালিধরনের। ২৩০ ইনিংসে ৬৭টি ফাইফার তুলে নিয়েছেন তিনি। ২০০ ইনিংসে ৩৭ ফাইফার নিয়ে তার পরেই অবস্থান করছেন অশ্বিন। আর বাংলাদেশিদের মধ্যে শীর্ষে আছেন সাকিব আল হাসান। ১২১ ইনিংসে ১৯টি ফাইফারের দেখা পেয়েছেন এই তারকা স্পিনার। এছাড়া ৯১ ইনিংসে ১৫ ফাইফার নিয়ে বাংলাদেশিদের মধ্যে দ্বিতীয় স্থানে তাইজুল।

ক্রিফোস্পোর্টস/৯ডিসেম্বর২৪/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট