সদ্য সমাপ্ত পুরুষদের স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনাকে ৪-১ গোলে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরেছিল রিয়াল মাদ্রিদ। এবার নারী স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে ঘটে গেল ঠিক তার উল্টো ঘটনা। পুরুষদের হারের প্রতিশোধ হিসেবে বার্সেলোনার মেয়ে দল ৪-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদকে।
গেল রাতে নারীদের স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে মাঠে নামে এফসি বার্সেলোনা। তবে পরিসংখ্যান বিচার করলে এই ম্যাচে বার্সেলোনাই ছিল ফেভারিট। মুখোমুখি পরিসংখ্যানে বার্সেলোনাকে কখনো হারাতে পারেনি রিয়ালের নারীরা। এদিকে দারুন ছন্দে থাকা বার্সা ফেমিনিনরা গেল বছরের জুন থেকে এখন পর্যন্ত হারেনি কোন ম্যাচে।
ম্যাচের শুরু থেকেই বার্সার আক্রমণে চাপে ছিল রিয়ালের মেয়েরা। ম্যাচের মাত্র ১২ মিনিটে কর্ণার থেকে আসা বল জটলার মধ্যে পেয়ে যান কালদেন্তি। কোন ভুল না করে দলকে প্রথম লিড এনে দেন তিনি। এর তিন মিনিট বাদে বার্সার হয়ে ব্যবধান দ্বিগুণ করেন সালমা প্যারালুয়েল্লো। দারুণভাবে দুজনকে কাটিয়ে রং পায়ের শটে বল জালে জড়ান তিনি।
প্রথমার্ধেই লিড বাড়িয়ে নেয় বার্সেলোনা। ম্যাচের ৩৯ তম মিনিটে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোল তুলে নেন কালদেন্তি। এরপর দ্বিতীয় আর্ধের শুরুতে কিছুটা আক্রমণের আভাস দেয় রিয়াল। তবে ৫২ মিনিটে আরও একটি গোল খেয়ে যায় তারা। সতীর্থের ক্রস থেকে শেষ গোল জালে জড়ান সালমা প্যারালুয়েল্লো।
কালদেন্তি ও সালমা প্যারালুয়েল্লোর জোড়া গোলে সুপার কাপের ফাইনালে উঠল বার্সেলোনা নারী দল। আগামী ২১ জানুয়ারি স্পেনের লেগানেসে নারী স্প্যানিশ সুপার কাপের ফাইনালে লেভান্তের বিপক্ষে মাঠে নামবে বার্সা ফেমিনিনরা।
আরও পড়ুন: বিপিএলের প্রথম ম্যাচ থেকেই পাওয়া যাবে সাকিবকে
ক্রিফোস্পোর্টস/১৭জানুয়ারি২৪/এফএএস