Connect with us
ফুটবল

এবার বাফুফেকে ২০ লাখ টাকা জরিমানা করলো ফিফা

Crifo BFF FIFA
এবার বাফুফেকে ২০ লাখ টাকা জরিমানা করলো ফিফা

দেশের ক্রীড়াঙ্গন বেশ অস্থির সময় পার করছে। আর ফুটবল খাত তো ধুঁকছে দীর্ঘদিন ধরে। এর আগে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) অনেকেই নিষেধাজ্ঞার খপ্পরে পড়েছেন। এবার স্বয়ং বাফুফেকেই জরিমানা করেছে ফুটবলের আন্তর্জাতিক নিয়ন্ত্রক ফিফা।

বাফুফেকে ২০ লাখ টাকা জরিমানা করেছে ফিফা। মূলত দলের কোনো ভুল নয়। মূলত মাঠের মধ্যে নিয়ম শৃঙ্খলা বজায় রাখতে না পারায় এই শাস্তি পেয়েছে বাফুফে। বিশ্বকাপ বাছাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ চলাকালীন সময়ে মাঠে দর্শক ঢুকে পড়ায় বাফুফেকে এই জরিমানা করা হয়েছে।

গত ৬ জুন বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে বসুন্ধরা কিংস অ্যারেনায় ম্যাচের ৮৮ মিনিটে এমন ঘটনা ঘটে। ওই ম্যাচে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। সেই ম্যাচ চলাকালে একজন দর্শক মাঠে ঢুকে অস্ট্রেলিয়ার এক খেলোয়াড়কে জড়িয়ে ধরার চেষ্টা করেছিলেন। নিরাপত্তা কর্মীরা তাকে দ্রুত মাঠ থেকে বের করে পরিস্থিতি স্বাভাবিক করেন। তবে স্টেডিয়ামে নিরাপত্তার ঘাটতির কারণে বাফুফেকে জরিমানা করে ফিফা।

আরও পড়ুন:

» বিশ্বকাপ আয়োজন নিয়ে দোটানায় বিসিবি, সময় ২০ আগস্ট পর্যন্ত

» অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে আইসিসি

এর আগে বাফুফেকে সর্বশেষ ৩০ হাজার ২৫০ সুইস ফ্রাঁ জরিমানা করেছিল ফিফা। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৩৯ লাখ টাকা। গত অক্টোবর ও নভেম্বরে বিশ্বকাপ বাছাইয়ের তিনটি ম্যাচে শৃঙ্খলাভঙ্গের ঘটনায় বাফুফেকে ওই জরিমানা করে ফিফার ডিসিপ্লিনারি কমিটি।

২০২০ সালে বঙ্গবন্ধু স্টেডিয়ামে বাংলাদেশ ও কাতারের বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচেও এমন ঘটনা ঘটেছিল। সেবার ১৫ হাজার সুইস ফ্রাঁ জরিমানা গুনতে হয়েছিল বাফুফেকে।

ক্রিফোস্পোর্টস/১৮আগস্ট২৪/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল