Connect with us
ক্রিকেট

এবার অস্ট্রেলিয়ার বিপক্ষে হোয়াইটওয়াশ হলো ভারত

india and Australia a team
ভারত এবং অস্ট্রেলিয়া 'এ' দল। ছবি: সংগৃহীত

সম্প্রতি নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে ভারত জাতীয় দল। দীর্ঘ দুই যুগ পর দেশের মাটিতে এমন লজ্জার রেকর্ড গড়েছে টিম ইন্ডিয়া। এ নিয়ে দেশটিতে চলছে নানান সমালোচনা। এই রেশ কাটতে না কাটতেই অস্ট্রেলিয়ায় ধবলধোলাই হয়েছে ভারত ‘এ’ দল।

মেলবোর্নে আনঅফিসিয়াল টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ৭ উইকেটে হারের পর দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়া ‘এ’ দলের মুখোমুখি হয়েছিল ভারত ‘এ’ দল। এ ম্যাচে আজ (শনিবার) ৬ উইকেটে হেরেছে রুতুরাজ গাইকওয়াদের নেতৃত্বাধীন দল। যদিও এ সিরিজে ভারত জাতীয় দলে প্রথম সারির তেমন খেলোয়াড় ছিল না। টেস্টের সিনিয়দের মধ্যে ছিলেন শুধু লোকেশ রাহুল।

এই ম্যাচের প্রথম ইনিংসে ধ্রুব জুরেলের ৮০ এবং দেবদূত পাডিকালের ২৬ রানের উপর ভর করে সব উইকেট হারিয়ে ১৬১ রান তুলতে সক্ষম হয় ভারত এ দল। অস্ট্রেলিয়ার হয়ে বল হাতে সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেন মিচেল নেসের এবং ৩ উইকেট তুলেন বেউ ওয়েবস্টের।

রান শোধের লক্ষ্যে ব্যাট করতে নেমে মারকাস হারিসে ৭৪ এবং জিম্মি পিয়ারশনের ৩০ রানের সুবাদে ২২৩ রান তুলে অস্ট্রেলিয়া ‘এ’ দল। ফলে ৬২ রানের লিড পায় অজিরা। এ ম্যাচের দ্বিতীয় ইনিংসে জুরেলের ৬৮ এবং তাতুশ কোশিয়ানের ৪৪ রানের উপর ভর করে ২২৯ তোলেন সফরকারী দলটি। ফলে ১৬৮ রানে লক্ষ্য পায় স্বাগতিক দলটি।

জবাবে ব্যাট করতে নেমে স্যাম কোন্টাসের ৭৩, বেয়াও ওয়েবস্টারের ৪৬, নাথান ম্যাকসুইনির ২৫ ও অলিভার ডেভিসের ২১ রানে ভর করে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যাই অস্ট্রেলিয়া ‘এ’ দল।

উল্লেখ্য, আগামীকাল (রবিবার) ইন্ডিয়া ‘এ’ দলের সঙ্গে যোগ দিতে অস্ট্রেলিয়া উদ্দেশ্যে পাড়ি জমাবেন ভারতের ক্রিকেটাররা। আগামী ২২ নভেম্বর পার্থে শুরু হবে বর্ডার-গাভাস্কার ট্রফি। ওই সিরিজের হারা-জেতার ওপর নির্ভর করছে ভারতের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা।

আরও পড়ুনঃ সাকিব-তামিম-মুশফিক ছাড়াই ১৮ বছর পর মাঠে নামলো বাংলাদেশ

ক্রিফোস্পোর্টস/৯ নভেম্বর ২৪/এইচআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট