ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বা আইসিসি। সকল নিয়ম তারাই নির্ধারণ করে। কিন্তু বর্তমান লিগ ক্রিকেটে অনেক নিয়মেরই ব্যত্যয় ঘটছে। আসন্ন মৌসুম সামনে রেখে আইসিসির একটি গুরুত্বপূর্ণ নিয়ম পাল্টে দিচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল।
এবার আইপিএলে ব্যাটারদের পাশাপাশি খেলাকে বোলারদের সুযোগ দিতে আইসিসির নিয়ম বদলেছে আইপিএল কমিটি। পরিবর্তন মূলত এসেছে বাউন্সার বলে। এবারের আইপিএলে ওভারপ্রতি দুটি বাউন্সার দেওয়ার সুবিধা পাবেন বোলাররা। মূলত খেলাকে আরও আকর্ষণীয় করতেই এমন সিদ্ধান্ত।
কিন্তু এটা জেনে রাখা দরকার- আইসিসির সিদ্ধান্ত অনুযায়ী, টি-টোয়েন্টি ক্রিকেটের ওভার এবং সময় বিবেচনায় আন্তর্জাতিক ক্রিকেটে প্রতি ওভারে মাত্র ১টি বাউন্স দিতে পারেন বোলাররা। ওয়ানডে এবং টেস্টে যথারীতি ২টি করে বাউন্স দেওয়ার বিধান রয়েছে। এবার আইসিসির নিয়ম পাল্টে আইপিএলের টি-টোয়েন্টিতেও দুটি বাউন্সার দেয়া যাবে।
সমালোচনা থাকলেও আইপিএলের এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বেশকিছু পেস বোলাররা। এদিকে বাউন্সার ছাড়াও আইপিএলে ইম্প্যাক্ট প্লেয়ারের আগের পদ্ধতি এবারেও বহাল থাকছে। এই নিয়ম অনুযায়ী, কোনো এক দল মূল ১১ জন খেলোয়াড়ের বাইরেও আরও ৪ জনের সাবস্টিটিউট খেলোয়াড় রাখতে পারবে। ম্যাচের যেকোনো পর্যায়ে তাদের যেকোনো একজনকে ব্যবহার করতে পারবে।
আরও পড়ুন: আইপিএলের নিলাম অনুষ্ঠানসহ আজকের খেলা (১৯ ডিসেম্বর ২৩)
ক্রিফোস্পোর্টস/১৯ডিসেম্বর২৩/এজে