Connect with us
ক্রিকেট

এবার এশিয়া কাপে আম্পায়ারিংয়ে থাকবেন জেসি

Shathira Jakir Jessy
নারী আম্পায়ার সাথিরা জাকির জেসি। ছবি - সংগৃহীত

বাংলাদেশের নারী আম্পায়ার সাথিরা জাকির জেসি একের পর এক সুখবর পেয়েই চলেছেন। এই যেমন, বিপিএলের আগামী আসরেই জেসিকে দায়িত্ব দেয়ার ব্যাপারে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে। এর মাঝে আরও একটি সুখবর পেলেন বাংলাদেশ নারী দলের সাবেক এই ক্রিকেটার। আসন্ন নারী এশিয়া কাপে ম্যাচ পরিচালনার দায়িত্ব পেলেন তিনি।

সাথিরা জাকির জেসি এখন পর্যন্ত মোট ১৩ টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে ১০ ম্যাচে ছিলেন অনফিল্ড আম্পায়ার আর ৩ ম্যাচে ছিলেন টিভি আম্পায়ার। সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগে আম্পায়ারিং করা জেসি বর্তমানে বেশ ব্যস্ত সময়ই পার করছেন। এবার নিজেই নিজের ভেরিফায়েড ফেসবুক একাউন্টে জানালেন, তার পরবর্তী গন্তব্য শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাওয়া নারী এশিয়া কাপ।

জেসি তার পোস্টে লেখেন, ‘আলহামদুলিল্লাহ স্বপ্ন সত্যি হলো। আমার পরবর্তী মিশন শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাওয়া প্রমীলা এশিয়া কাপ ২০২৪। বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমাকে এশিয়া কাপে আম্পায়ারিং করতে বেছে নেওয়ায় আমি ভীষণ আনন্দিত। আমার জন্য সবাই দোয়া করবেন।’

আরো পড়ুন : নাফিস ইকবালের শারীরিক অবস্থা নিয়ে যা জানাল বিসিবি

আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক হয়েছে বাংলাদেশ যেটা চলতি বছরেই অনুষ্ঠিত হবে। তার আগে ৮ টি দল নিয়ে এবারের নারী এশিয়া কাপের আসর বসতে যাচ্ছে শ্রীলঙ্কায়। যেখানে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে টুর্নামেন্টে অংশ নেবে বাংলাদেশ। এর আগে ভারতকে হারিয়ে ২০১৮ সালে এশিয়া কাপের শিরোপা জিতেছিল টাইগ্রেসরা।

টুর্নামেন্টের ৮ দলকে মোট ২ গ্রুপে ভাগ করা হয়েছে। যেখানে ‘এ’ গ্রুপে ভারত, পাকিস্তানের সঙ্গে রয়েছে সংযুক্ত আরব আমিরাত ও নেপাল। আর ‘বি’ গ্রুপে স্বাগতিক শ্রীলঙ্কা ছাড়াও বাকু তিন দল হলো বাংলাদেশ, থাইল্যান্ড ও মালয়েশিয়া।

শ্রীলঙ্কায় এশিয়া কাপের পর্দা উঠবে আগামী ১৯ জুলাই আর ২৮ জুলাই ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে টুর্নামেন্টের সমাপ্তি ঘটবে।

ক্রিফোস্পোর্টস/৬জুলাই২৪/এমএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট