Connect with us
ফুটবল

এবার সতীর্থের থেকে মজার উপাধি পেলেন এমবাপ্পে

Mbappe-Bellingham
এমবাপ্পেকে মজার উপাধি দিয়েছেন বেলিংহাম। ছবি- সংগৃহীত

চলতি মৌসুমেই পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন ফরাসি ফুটবল তারকা কিলিয়ান এমবাপ্পে। সেখানে নিজেকে মানিয়েও নিয়েছেন বেশ। সবার সঙ্গে খুনসুটিসহ ভালো সম্পর্কও গড়ে উঠেছে। যার ফলস্বরূপ এবার সতীর্থদের থেকে পেয়েছেন মজার উপাধিও।

গত রবিবার (১ ডিসেম্বর) গেতাফে-রিয়াল মাদ্রিদ ম্যাচে ২-০ ব্যবধানে ম্যাচ জিতে নেয় রিয়াল। যেখানে রিয়ালের হয়ে গোল করেছেন দুই তারকা ফুটবলার জুড বেলিংহাম এবং কিলিয়ান এমবাপ্পে। মূলত এই গোলের উদাযাপন ঘিরেই এই মজার উপাধি পেলেন এমবাপ্পে।

গেতাফের বিপক্ষে পেনাল্টি থেকে গোল করে দলকে প্রথম লিড এনে দেন ইংলিশ তারকা জুড বেলিংহাম। এরপর দাড়িয়েই সেই গোল করার মুহুর্তকে উদাযাপন শুরু করেন বেলিংহাম। যেখানে তারপাশে গিয়ে উদযাপনে অংশ নেন সতীর্থ এমবাপ্পে। তখন তিনি বেলিংহামের মুখে হাত দিয়ে এই গোল উৎসব উদযাপন করেন।

আরও পড়ুন:

» সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ, দিতে হলো পরীক্ষা

» উয়েফা নেশনস লিগ কি, এটি কী ইউরোর মতোই? 

আর এই গোল উদযাপনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করে রিয়াল মাদ্রিদের একটি ফ্যানস গ্রুপ। যেখানে ক্যাপশনে লেখা হয়েছে ‘বেলিংহামের নাক ঠিক আছে কি না পরীক্ষা করলেন এমবাপ্পে।’

Jude Bellingham Post about Mbappe

এমবাপ্পেকে নিয়ে বেলিংহামের পোস্ট। ছবি- সংগৃহীত 

এরপর এই পোস্ট নিজের ওয়ালে শেয়ার করেন বেলিংহাম। আর সেখানেই তিনি এমবাপ্পেকে ‘নাক বিশেষজ্ঞ’ উপাধি দিয়েছেন। পোস্টে হাসির ইমুজিসহ ক্যাপশন দিয়ে এই ইংলিশ তারকা লিখেছেন, ‘সবকিছু ঠিকঠাক আছে কি না পরীক্ষা করছেন নাক বিশেষজ্ঞ।’

মূলত গত ইউরো চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বের একটি কর্ণার থেকে করা একটা কিকে হেড দিতে যান এমবাপ্পে। কিন্তু হেড দিতে গিয়ে বল ভালোভাবে মাথায় না লেগে তার নাকে লাগে। ফলে নাক ফেটে রক্ত গড়িয়ে পড়ে। এতে করে একটি ম্যাচে মাঠেও নামতে পারেননি তিনি। আর সেই ঘটনার মনে করেই এমবাপ্পের সঙ্গে খুনসুটি করতে এই ছবি পোস্ট করেন বেলিংহাম।

উল্লেখ্য, গত মৌসুমেই রিয়ালে যোগ দিয়েছেন বেলিংহাম এবং চলতি মৌসুমে যোগ দিয়েছে এমবাপ্পে। কম সময় হলেও এরি মধ্যে এই দুই তারকার রসায়নটা জমেছে ভালোই।

ক্রিফোস্পোর্টস/৩ডিসেম্বর২৪/এসআর/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল