বিশ্বকাপের পর থেকেই অস্থির পাকিস্তানের ক্রিকেট। পুরো ক্রিকেট সিস্টেমকে ঢেলে সাজাচ্ছে পাকিস্তান। পরিবর্তন হয়েছে দেশটির ক্রিকেট বোর্ডের (পিসিবি) বিভিন্ন পদ। পরিবর্তন হয়েছে অধিনায়ক। সেই পরিবর্তনের হাওয়ায় এবার পদ হারালেন পাকিস্তানের টিম ডিরেক্টর মোহাম্মদ হাফিজ।
ভারত বিশ্বকাপের পরেই পাকিস্তানের ডিরেক্টর অব ক্রিকেটের দায়িত্ব দেওয়া হয় মোহাম্মদ হাফিজকে। পাশাপাশি অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সফরে ছিলেন দলের প্রধান কোচ। বিশ্বকাপে দায়িত্ব পালন করা প্রায় সকল কোচিং স্টাফকেই বিদায় করে দিয়েছিল পিসিবি। এরপর কিছু নতুন মুখকেও দেখা যায় কোচিং প্যানেলে।
তবে এতসব পরিবর্তন করেও খুব একটা সুবিধা করতে পারেনি পাকিস্তান। বিশ্বকাপের পর অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সিরিজেও ভরাডুবি হয় দলটির। দুই সিরিজ মিলিয়ে খেলা ৮ ম্যাচে পাকিস্তান জয় পায় কেবল ১ ম্যাচে। তাই এবার পাকিস্তানের ডিরেক্টর অব ক্রিকেটের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে মোহাম্মদ হাফিজকে।
গতকাল (১৫ ফেব্রুয়ারি) এক এক্স বার্তায় বিষয়টি নিশ্চিত করে পিসিবি। পোস্টে পিসিবি বলে, ‘পাকিস্তান ক্রিকেট মোহাম্মদ হাফিজকে তার অবদানের জন্য অনেক কৃতজ্ঞতা জানাচ্ছে। খেলার প্রতি হাফিজের প্যাশন, ক্রিকেটারদের সাথে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড সফরে তার মেন্টরশিপ ক্রিকেটারদের বেশ অনুপ্রাণিত করেছে।’
হাফিজকে শুভকামনা জানিয়ে পিসিবি আরও উল্লেখ করে, ‘বিষয়টি বেশ জরুরি ছিল। পাকিস্তান ক্রিকেট হাফিজের ভবিষ্যতের সমৃদ্ধি এবং সাফল্য কামনা করছে।’ পিসিবির মিডিয়া ডিরেক্টর আলিয়া রশিদ বলেছেন, গত মাসে নিউজিল্যান্ড সিরিজ শেষেই হাফিজের চুক্তির মেয়াদ শেষ হয়েছে, যা পিসিবি বর্ধিত করছে না।
আরও পড়ুন: অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য সরফরাজের কাছে ক্ষমা চাইলেন জাদেজা
ক্রিফোস্পোর্টস/১৬ফেব্রুয়ারি২৪/এফএএস