Connect with us
ফুটবল

এবার সাফজয়ী ফুটবলার সুমাইয়াকে সংবর্ধনা দিল নবাবগঞ্জ প্রশাসন

sumaiya
মাতসুশিমা সুমাইয়া। ছবি: সংগৃহীত

সাফজয়ী ফুটবলার মাতসুশিমা সুমাইয়াকে সংবর্ধনা দিয়েছে ঢাকার নবাবগঞ্জ উপজেলা প্রশাসন। গতকাল (রবিবার) সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই ফুটবলারকে সংবর্ধনা দেওয়া হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলরুবা ইসলাম ফুলেল তোড়া দিয়ে সংবর্ধিত করেন সুমাইয়াকে।

সেখানে উপস্থিত ছিলেন দিলরুবা ইসলামের পাশাপাশি সুমাইয়ার মাতসুশিমা তমোবি ও বাবা মাসুদুর রহমান। উপস্থিত ছিলেন চুড়াইন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মাহবুবুর রহমান লিটন।

এছাড়াও প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসিফ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা আসমা জাহান, উপজেলা প্রকৌশলী জুলফিকার হক চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. হাসান আহমেদসহ অনেকেই।

বাংলাদেশের নারী ফুটবলে সুমাইয়া প্রথম প্রবাসী ফুটবলার। তিনি জাতীয় দলে প্রথম প্রবাসী হিসাবে সুযোগ পেয়েছেন। বর্তমানে তিনি বাংলাদেশ মহিলা ফুটবল দলের নিয়মিত সদস্য। সুমাইয়ার বাংলাদেশ ও জাপানের দ্বৈত পাসপোর্ট রয়েছে।

জাপানে জন্মগ্রহণ করেছেন সুমাইয়া। সাফজয়ী এই ফুটবলারের মা মাতসুশিমা তমোবি জাপানের নাগরিক। আর তার বাবা মাসুদুর রহমানের বাড়ি ঢাকার নবাবগঞ্জ উপজেলার চুড়াইন গ্রামে। সুমাইয়ার বয়স যখন দুই বছর তখন সুমাইয়াকে বাংলাদেশে আনা হয়। এরপর ২০০৮ সাল থেকে স্থায়ীভাবে বাংলাদেশে বসবাস করছেন। এমনটা জানিয়েছেন মাসুদুর রহমান।

সুমাইয়ার জাপানি মা মাতসুশিমা তমোবি বাংলা ভাষায় সাংবাদিকদের জানিয়েছেন, বাংলাদেশেই থাকতে চান তিনি। বর্তমানে তার মেয়ে সুমাইয়া রাজধানীর নর্থসাউথ ইউনিভার্সিটিতে সম্মান প্রথম বর্ষে পড়ছেন। এদেশের মানুষ অনেক ভালো লাগে তমোবির। তিনি এদেশকে ভালোবেসে ফেলেছেন। মেয়ের সাফল্যে তিনি অনেক আনন্দিত।

২০২০ সালে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কোচদের নজরে এসেছিলেন সুমাইয়া। কিন্তু তখন কিছু জটিলতার কারণে দলে ডাক পাননি। সুমাইয়া বাংলাদেশ ও জাপানের দ্বৈত পাসপোর্টধারী হওয়ার কারণে জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের অনাপত্তিপত্র নিতে হয়েছে বাফুফেকে। অনাপত্তিপত্র পাওয়ার পর বাংলাদেশ দলের হয়ে খেলার আর তেমন কোনো সমস্যা সৃষ্টি হয়নি এই ফুটবলারের।

২০২৩ সালে তাকে প্রথম অনুশীলন ক্যাম্পে বাফুফে ডেকেছিল সুমাইয়াকে। অন্যরা বয়সভিত্তিক দলগুলো খেলে এলেও সুমাইয়া সরাসরি সুযোগ পেয়েছেন জাতীয় দলে। তাই অভিজ্ঞতার অনেক ঘাটতি রয়েছে। সেই চ্যালেঞ্জকে জয় করেই সামনে এগিয়ে যেতে চান মাতসুশিমা সুমাইয়া। এমনটা বলেছেন তার পরিবার।

আরও পড়ুনঃ ঘরের মাঠে ভারতের ব্যর্থতা মানতে পারছেন না শচীন-শেবাগ

ক্রিফোস্পোর্টস/৪ নভেম্বর ২৪/এইচআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল