Connect with us
ফুটবল

এবার নিজের কর্মকাণ্ডের জন্যে দুঃসংবাদ পেলেন রোনালদো

Cristiano Ronaldo
ক্রিস্টিয়ানো রোনালদো। ছবি- সংগৃহীত

সৌদি ক্লাবে পাড়ি জমিয়ে প্রতিপক্ষ দলের সমর্থকদের আচরণে বেশ কয়েকবার বিরক্ত হয়েছেন পর্তুগীজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। তবে এবার দর্শকদের প্রতি বাজে অঙ্গভঙ্গির দায়ে শাস্তি পেয়েছেন তিনি। গতকাল বুধবার সৌদি ফুটবল ফেডারেশনের ডিসিপ্লিনারি অ্যান্ড এথিকস কমিটি এই বিষয়ে রায় দিয়েছে। 

ঘটনার সূত্রপাত গেল রোববার রাতে সৌদি প্রো লিগে আল শাবাবের বিপক্ষে ম্যাচে। আল নাসরের জয়ের রাতে পেনাল্টি থেকে রোনালদো গোল করার পর আল শাবাব সমর্থকেরা ‘মেসি মেসি’ ধ্বনি তোলেন। আর তাতেই মেজাজ হারিয়ে সেই দর্শকদের প্রতি অশ্লীল অঙ্গভঙ্গি করেন তিনি।

এবার সেই ঘটনার প্রেক্ষিতেই বড় শাস্তি পেয়েছেন তিনি। সৌদি প্রো-লিগে আগামী এক ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন দলের সবথেকে বড় তারকা। নিষেধাজ্ঞার পাশাপাশি তাকে করা হয়েছে ৩০ হাজার সৌদি রিয়াল আর্থিক জরিমানাও। এই রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ নেই ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য।

এই জরিমানার মধ্য থেকে ১০ হাজার রিয়াল দিতে হবে সৌদি ফুটবল ফেডারেশনকে। আর অভিযোগ করার খরচবাবদ আল শাবাবকে দিতে হবে ২০ হাজার রিয়াল। এছাড়া নিষেধাজ্ঞার কারণে আজ রাতে সৌদি প্রো-লিগে আল হাজমের বিপক্ষে ম্যাচে মাঠে নামতে পারবেন না রোনালদো।

তবে এবারই প্রথমবার দর্শকদের কাছ থেকে ‘মেসি মেসি’ ধ্বনি শোনেননি রোনালদো। আর্জেন্টাইন তারকা মেসির সঙ্গে লম্বা সময়ের দ্বৈরথ এখনও চলমান রয়েছে তার। গোটা ফুটবল বিশ্বে এই দুই তারকার আছে অসংখ্য ভক্ত সমর্থক। তাই দর্শকদের কাছ থেকে সমর্থনের পাশাপাশি মাঝেমধ্যে তিরস্কারের মুখোমুখিও হতে হয় তাদের।

আরও পড়ুন: সাকিবদের বিদায় করে স্ত্রীকে দেওয়া কথা রাখলেন তামিম

ক্রিফোস্পোর্টস/২৯ফেব্রুয়ারি২৪/এফএএস

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল