Connect with us
ক্রিকেট

এবার নিজেই আফগানিস্তান সিরিজে খেলার আগ্রহ দেখাননি সাকিব

sakib al hasan
সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

আফগানিস্তান সিরিজে থাকছেন না সাকিব আল হাসান। তিনি নিজেই নাকি আফগানিস্তান সিরিজ আগ্রহ দেখাননি এমনটা বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি ফারুক আহমেদ।

আজ (বৃহস্পতিবার) চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গণমাধ্যমের সম্মুখীন হয়েছিলেন ফারুক আহমেদ। সেখানে নাজমুল হোসেন অধিনায়কত্ব থেকে সরে যাওয়ার, সাকিবের আফগানিস্তান সিরিজে খেলা ও অন্যান্য প্রসঙ্গে কথা বলেছেন তিনি।

আগামী ৬ নভেম্বর আফগানিস্তানের বিপক্ষে সংযুক্ত আরব বাংলাদেশ তিন ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ। এ সিরিজে সাকিবের খেলা হবে কিনা এ নিয়ে উঠেছে নানান গুঞ্জন। এর আগে ভারত সফরে কানপুর টেস্টের পূর্বে এ অলরাউন্ডার জানিয়েছিলেন, আগামী বছর পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে আন্তর্জাতিক ওয়ানডে থেকে বিদায় নিবেন তিনি। ফলে আফগানিস্তানের বিপক্ষে তিন ওয়ানডেতে খেলার কথা বাঁ-হাতি এই অলরাউন্ডারের।

আজ চট্টগ্রামে আফগানিস্তান সিরিজে সাকিবের খেলা হবে কি-না এ প্রশ্নে উত্তর দিতে গিয়ে ফারুক আহমেদ বলেন,’ ‘মিরপুরে টেস্ট সাকিবকে খেলানোর জন্য আমরা সাধ্য মত চেষ্টা করেছিলাম, কিন্তু নিরাপত্তা ইস্যুর কারণে সেটি হয়ে ওঠেনি। আমাদের পক্ষে ব্যাপারটি সহজ ছিল না, তবে আমরা সবকিছু স্বাভাবিক করার প্রচেষ্টা চালাচ্ছি। সাকিবের এখন যে মানসিক অবস্থা এবং ক্রিকেটে ফিরতে সে নিজেই একটু সময় চেয়েছে।’

এছাড়া ফারুক বলেন,’ সাকিব টি-টেন খেলে ফিটনেস এবং ফর্ম যাচাই করতে চাই। সাকিব যদি সেখান থেকে নিজেকে প্রস্তুত মনে করে, তবে পরবর্তী সিরিজগুলোয় তার খেলার সম্ভাবনা রয়েছে। তবে আপাতত আফগানিস্তান সিরিজে তাকে পাওয়ার সম্ভাবনা নেই। আমার মনে হচ্ছে এই সিরিজটি সে মিস করবে।’

উল্লেখ্য, আগামী ৬, ৯ এবং ১১ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতের শারজায় ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে আফগানিস্তানের বিপক্ষে মুখোমুখি হবে বাংলাদেশ।

আরও পড়ুনঃ এবার বিসিবির পক্ষ থেকে পুরষ্কার পেতে যাচ্ছে সাফজয়ী মেয়েরা

ক্রিফোস্পোর্টস/৩১অক্টোবর ২৪/এইচআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট