Connect with us
ক্রিকেট

এবার নতুন টি-টেন লিগে নাম লেখালেন সাকিব-তামিম

Shakib and Tamim (1)
সাকিব ও তামিম। ছবি- সংগৃহীত

দীর্ঘদিন যাবত আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে রয়েছেন বাংলাদেশের তারকা ওপেনার ব্যাটার তামিম ইকবাল খান। এবার নতুন একটি টি-টেন লিগে দল পেয়েছেন জাতীয় দলের বাইরে থাকা এই ক্রিকেটার। একই টুর্নামেন্টে নাম লিখেছেন তার আরেক সতীর্থ সাকিব আল হাসান।

সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলছে ক্রিকেট। বিশ্বের বিভিন্ন প্রান্তে পর্দা উঠছে নতুন নতুন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের। যেখানে আজকাল সংক্ষিপ্ততম ১০ ওভারি ক্রিকেটের প্রসার হচ্ছে ব্যাপক ভাবে। তেমনই এক নতুন টি-টেন লিগের যাত্রা শুরু হচ্ছে যুক্তরাষ্ট্রে।

ন্যাশনাল ক্রিকেট লিগ (এনএলসি) নামে শুরু হতে যাওয়া এই নতুন টুর্নামেন্টে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে দল পেয়েছেন সাকিব ও তামিম। যেখানে তামিম ইকবাল টুর্নামেন্টে খেলবেন টেক্সাস গ্ল্যাডিয়েটর্সের হয়ে। পিএসএলের দল কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের অংশীদার হিসেবে এনএলসিতে নাম লেখায় টেক্সাস গ্ল্যাডিয়েটর্স।

এই টুর্নামেন্টে বর্তমানের পাশাপাশি অসংখ্য সাবেক তারকা ক্রিকেটার নাম লিখেছেন। তামিম ইকবালের দলে অধিনায়ক হিসেবে আছেন তারকা পাক ক্রিকেটার শহীদ আফ্রিদি। পাকিস্তানের আরেক ক্রিকেটার মঈন খান আছেন কোচ হিসেবে। এই দলে সতীর্থ হিসেবে তামিম আরও পাচ্ছেন কুশাল পেরেরা, জেসন বেরেনডর্ফ, অ্যাস্টন অ্যাগার, আরপি সিং ও ওয়াহাব রিয়াজকে। 

সাকিব আল হাসান খেলবেন লস অ্যাঞ্জেলস ওয়েভসের হয়ে। এই দলের কোচ হিসেবে আছেন অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তানের মতো দলে কোচিং করানো মিকি আর্থার। এছাড়া সতীর্থ হিসেবে সাকিবের সঙ্গে এই দলে আছেন রুম্মান রায়েস, হ্যারি টেক্টর, জনসন চার্লস, টাইমাল মিলস, হাশমতউল্লাহ শহিদি ও জো বার্নস।

আগামী ৪ অক্টোবর থেকে মাঠে গড়াতে যাচ্ছে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত এই টি-টেন লিগ। পরবর্তীতে ১৪ অক্টোবর ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে এই লিগের। ৬ দলের এই টুর্নামেন্টে সাকিবের লস অ্যাঞ্জেলস এবং তামিমের টেক্সাস ছাড়াও আছে আটলান্টা কিংস, শিকাগো ক্রিকেট ক্লাব, ডালাস লোনস্টার্স ও নিউইয়র্ক লায়ন্স।

আরও পড়ুন: বিরাট কোহলিকে আউট করার উপায় পাওয়া গেল!

ক্রিফোস্পোর্টস/১৭সেপ্টেম্বর২৪/এফএএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট