পাকিস্তানে আন্তর্জাতিক টুর্নামেন্টের আয়োজন মানেই ভারতের না সূচক শব্দ প্রয়োগ। ব্যতিক্রম হয়নি এবারও। গত এশিয়াকাপের পর এবার ২০২৫ চ্যাম্পিয়ন ট্রফি খেলতে পাকিস্তানে যেতে আপত্তি জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ফলে এবার পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন ট্রফি হওয়া নিয়ে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা।
পাকিস্তানের মাটিতে খেলতে না চাওয়া ভারতের দাবি ছিল হাইব্রিড মডেলে এবারের চ্যাম্পিয়ন ট্রফি আয়োজন করা হোক। সেখানে বলা হয় ভারতের ম্যাচগুলো যেন পাকিস্তানের বাইরে কোনো নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করা হয় এবং বাকি সব আয়োজন যেন পাকিস্তানে করা হয়। কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নাকভি হাইব্রিড মডেলের প্রস্তাবটি নাকচ করে দেয়। ফলে এবার আইসিসি পুরো টুর্নামেন্টটাই পাকিস্তান থেকে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছে।
সম্প্রতি পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছে একটা ইমেইল পাঠিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সেখানে লেখা হয়েছে যে, ‘২০২৫ সালে আসন্ন চ্যাম্পিয়ন ট্রফি খেলতে পাকিস্তানে যাবে না ভারতীয় ক্রিকেট দল।’ এমতাবস্থায় বিষয়টি নিয়ে একটা সুপরামর্শের জন্য পাকিস্তান সরকারের দারস্থ হয়েছে পিসিবি।
এদিকে পাকিস্তানি গণমাধ্যম ডন বলছে যে, ‘ভারতের আপত্তিতে যদি পাকিস্তান থেকে টুর্নামেন্ট সরে যায় তাহলে পাকিস্তানকে চ্যাম্পিয়ন ট্রফি খেলতে নিষেধ করবে পাকিস্তান সরকার। এসময় পিসিবি বলছে, ভারতের প্রতি এত নমনীয় হওয়ার পরও যদি তাঁরা এমন রূঢ় আচরণ করে তাহলে পিসিবিরও ‘ভালো ইচ্ছে’ বলে সম্পর্ক চালিয়ে যাওয়া উচিত হবে না।’
এছাড়াও প্রতিবেদটিতে বলা হয়েছে, ‘পাকিস্তান সরকার পিসিবিকে অনুরোধ করতে পারে যাতে করে ভারত-পাকিস্তানের মধ্যেকার টানাপোড়েনের অবসান না হওয়া পর্যন্ত যেন আইসিসি কিংবা এসিসির কোনো ইভেন্টেই যেন ভারতের বিপক্ষ ম্যাচ পাকিস্তান খেলতে না নামে।’
বিসিসিআই এবং পিসিবির এই টানাপোড়েনের মূলে রয়েছে দুই দেশের রাজনৈতিক বৈরিতা। ভারতীয় সরকারের আদেশ অনুযায়ী পিসিবির সঙ্গে দীর্ঘদিন দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনে অনীহা দেখিয়েছে ভারত। সর্বশেষ দুইদল দ্বিপাক্ষিক সিরিজ খেলেছে ২০১২ সালে। যদিও আইসিসি ও এসিসির আন্তর্জাতিক টুর্নামেন্টে নিয়মিতই দেখা হয় দুই দলের।
যদিও এত বৈরিতার পরও ২০২৩ সালে ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ খেলতে গিয়েছিল পাকিস্তান। এরপর অনেকেই মনে করেছিল যে এবার হয়তো চ্যাম্পিয়ন ট্রফি খেলতে পাকিস্তানের মাটিতে পা রাখবে ভারত। পিসিবিও এমনটা আশা করেছিল। কিন্তু তাঁরাও হতাশ হয়েছে। ভারতের এমন না সূচক আবেদনে পাকিস্তান থেকে চ্যাম্পিয়ন ট্রফির টুর্নামেন্ট সরে যাওয়ার শঙ্কা জেগেছে।
আরো পড়ুন : বোনের গাড়িতে অল্প বয়সেই জীবন গেল ইকুয়েডরের ফুটবলারের
ক্রিফোস্পোর্টস/১২নভেম্বর২৪/এসআর