Connect with us
ফুটবল

এবার বিসিবির পক্ষ থেকে পুরষ্কার পেতে যাচ্ছে সাফজয়ী মেয়েরা

2024 SAFF Champion Bangladesh
সাফজয়ী নারী ফুটবল দল। ছবি : সংগৃহীত

মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ প্রথম শিরোপা জিতে ২০২২ সালে। এরপর দুইবছর পর ২০২৪ সালে আবারও অনুষ্ঠিত হয় সাফ নারী চ্যাম্পিয়নশিপ। গতবারের সেই শিরোপাকেই ধরে রাখলো বাংলাদেশ। টানা দুইবার বাংলাদেশকে এনে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট। এবার সেই বাঘিনীদের জন্য পুরষ্কার ঘোষণা করলো বিসিবি। আজ (বৃহস্পতিবার) দুপুরে সাংবাদিকদের দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।

বর্তমানে চট্রগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চলছে দুইম্যাচ টেস্ট সিরিজের শেষ টেস্ট। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হওয়া এই টেস্টের তৃতীয় দিনের খেলায় স্টেডিয়ামে উপস্থিত ছিলেন বোর্ড সভাপতি ফারুক আহমেদ। সেখানেই সাংবাদিকদের দেওয়া এক সাক্ষাৎকারে সাফজয়ী নারী দলকে পুরস্কৃত করার ঘোষণা দেন তিনি। তবে পুরষ্কারের পরিমাণ কেমন হবে সেটা নিয়ে কোনো কথা বলেননি বিসিবি সভাপতি।

এসময় বিসিবি সভাপতি বলেন, ‘সাফজয়ী মেয়েরা দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। এছাড়াও তাঁরা বহিঃবিশ্বে বাংলাদেশকে চিনিয়েছেন নতুন করে। এজন্য তাদেরকে পুরষ্কৃত করা হবে। বোর্ড পরিচালকদের সাথে আলোচনা করেই টাকার পরিমাণটা নির্ধারণ করা হবে। সব সিদ্ধান্ত আমি একা নিতে পারি না। তবে আমরা চেষ্টা যথাসাধ্য একটা বড় এবং ভালো এমাউন্ট দেওয়ার।’

মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো শিরোপা জেতে ২০২২ সালে। সেইবারও সেই বহরের ৩১ জন সদস্যকে ৫১ লক্ষ টাকার পুরষ্কার প্রদান করেছিলো বিসিবি। এরপর আবার দ্বিতীয় মেয়াদে সেই শিরোপা ধরে রাখলো বাংলার মেয়েরা। সুতরাং সেই বিবেচনায় আবারও পুরস্কৃত করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

এর আগে গতকাল (বুধবার) নেপালের কাঠমুন্ডুতে দশরথ স্টেডিয়ামে স্বাগতিক নেপালকে ২-১ ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জয়ের স্বাদ পায় বাংলাদেশ। বাংলাদেশের হয়ে গোল দুটি করেন মনিকা চাকমা এবং ঋতুপর্ণা চাকমা। আসরের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হয়েছে ঋতুপর্ণা চাকমা। এদিকে টুর্নামেন্টের সেরা গোলরক্ষক হয়েছেন বাংলাদেশের রুপ্না চাকমা।

আরো পড়ুন : দেশে ফিরেছেন সাফ জয়ী ফুটবলাররা

ক্রিফোস্পোর্টস/৩১অক্টোবর২৪/এসআর

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ফুটবল