
২০২২ সালে নেপালকে হারিয়ে প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা ঘরে তুলেছিল বাংলাদেশের মেয়েরা। এমন ঐতিহাসিক জয়ের পর ছাদখোলা বাসে সংবর্ধনা দেওয়া হয়েছিল বাংলাদেশের মেয়েদের। দেশের ক্রীড়াঙ্গণের জন্য এমন দৃশ্য ছিল সেটাই প্রথম। তবে এবারও ছাদখোলা বাসে সংবর্ধনা পেতে যাচ্ছেন দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়নরা।
বুধবার (৩০ অক্টোবর) সাফের শিরোপা নির্ধারণী ম্যাচে স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জয় করেছে বাংলাদেশ। গতবারের ন্যায় এবারও ছাদখোলা বাসে বরণ করা হবে সাফজয়ীদের। আজ বুধবার (৩০ অক্টোবর) দেশের একটি সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের মিডিয়া ম্যানেজার সাদমান সাকিব।

টানা দুইবার দক্ষিণ এশিয়ার সেরা বাংলাদেশের মেয়েরা। ছবি- সংগৃহীত
এর আগে ২০২২ সালে প্রথম সাফ জয়ের পর সংবর্ধনা পাওয়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন সানজিদা আক্তার। তাদের সে ইচ্ছা পূরণ করেছিল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। এবারও শিরোপা নিয়ে শহর প্রদক্ষিণ করতে যাচ্ছেন দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়নরা।
আরও পড়ুন:
» ২০২৪ সাফের গোল্ডেন বল, বুট ও গ্লাভস জিতলেন যারা
» টানা দ্বিতীয়বার সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
আগামীকাল বৃহস্পতিবার শিরোপা নিয়ে দেশে ফিরবে সাবিনারা। দুপুর সোয়া ২টায় ঢাকায় অবতরণ করবে বাংলাদেশের মেয়েরা। এরপর এয়ারপোর্ট থেকে ছাদখোলা বাসে করে বাফুফে ভবনে আসবেন ঋতুপর্ণা-তহুররারা।
এরপর বিকেলে দক্ষিণ এশিয়ার চ্যাম্পিয়নদের সঙ্গে সাক্ষাৎ করবেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এছাড়া প্রধান উপদেষ্টা ড. ইউনুসও নারী দলকে একদিন সংবর্ধনা জানাবেন।
এদিকে কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে আজ হাইভোল্টেজ ফাইনালে প্রথমার্ধে গোলশূন্য ছিল বাংলাদেশ ও নেপাল। তবে দ্বিতীয়ার্ধে ম্যাচের ৫২তম মিনিটে মনিকা চাকমার গোলে লিড নেয় বাংলাদেশ। এর তিন মিনিট পরেই আমিশার গোলে ম্যাচে সমতা ফেরায় নেপাল। এরপর ৮১তম মিনিটে জয়সূচক গোলটি করেন ঋতুপর্ণা।
ক্রিফোস্পোর্টস/৩০অক্টোবর২৪/বিটি
