নতুন দায়িত্ব কাঁধে পেল সাবেক জার্মান তাঁরকা ফুটবলার টমাস টুখেল। এবার তিনি দায়িত্ব পেতে যাচ্ছেন ইংল্যান্ডের জাতীয় ফুটবল দলের হেড কোচ হিসেবে। ৫১ বছর বয়সী এই সাবেক জার্মান কোচের সঙ্গে সবধরনের চুক্তি সম্পন্ন হয়েছে বলে নিশ্চিত করেছেন ফুটবল এসোসিয়েশন (এফএ)।
এফএ তাদের দেওয়া এক বিবৃতিতে জানিয়েছেন যে, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ইংল্যান্ড জাতীয় ফুটবল দলের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে বুঝে নিবে টমাস টুখেল। তার এই দায়িত্বের মেয়াদ থাকবে ২০২৬ ফুটবল বিশ্বকাপ পর্যন্ত।
জার্মান এই তারকা ফুটবলারের অধীনে ২০২১ সালে চ্যাম্পিয়নস লিগের ট্রফি জিতেছিল চেলসি। যদিও পরের বছরই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া তাঁকে। চেলসিতে তাঁকে গ্যারেথ সাইথগেটের যোগ্য উত্তরসূরী ভাবা হচ্ছিল। সর্বশেষ টুখেল বায়ার্ন মিউনিখের দায়িত্ব সামলেয়েছেন।
এদিকে টুখেল ইংল্যান্ডের প্রধান কোচ হওয়ার মধ্য দিয়ে তৃতীয় নন-বৃটিশ কোচ হিসেবে ইংল্যান্ডের দায়িত্ব পালন করবেন। এর আগে কেবল দুইজন এই দায়িত্ব পেয়েছিলেন। তারা হলেন সভেন-গোরান এরিকসন এবং ফ্যাবিও ক্যাপেলোর।
ইংল্যান্ড জাতীয় দলের দায়িত্ব পেয়ে টুখেল বলেন, ‘আমি ইংল্যান্ড দলের দায়িত্ব পেয়ে খুবই গর্বিত। ইংল্যান্ডের ফুটবলের সাথে আমার একটা অন্তরঙ্গ অনুভূতি রয়েছে এবং এটা আমাকে কিছু সুন্দর মুহূর্ত উপহার দিয়েছে। ইংল্যান্ডের হয়ে কাজ করা আমার জন্য বড় সুযোগ।’
স্পেনের কাছে গত জুলাইয়ে ইউরো কাপ হাতছাড়া হলে ইংল্যান্ড দলের দায়িত্ব ছাড়েন গ্যারেথ সাউথগেট। সাউথগেটের স্থলাভিষিক্ত হন ইংল্যান্ড অনুর্ধ্ব -২১ দলের কোচ লি কার্সলি। তিনি গত আগস্টে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
নেশন্স লিগের কথা মাথায় রেখে কার্সলিকে দায়িত্ব দেওয়া হয়েছিল। তিনটি আন্তর্জাতিক উইন্ডোতে এসময় ইংল্যান্ড দল খেলেছে চারটি ম্যাচ। যেখানে কার্সলির অধীনে ইংল্যান্ড ফুটবল দল তিনটিতে জয় পেয়েছে এবং হারের মুখ দেখতে হয়েছে একটিতে। কার্সলির অধীনে আর মাত্র দুটি ম্যাচ খেলবে ইংল্যান্ড। আগামী নভেম্বরে গ্রীস ও আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচে ইংল্যান্ড শিবিরে থাকবেন কার্সলি।
আরো পড়ুন : সাকিবকে রেখে প্রথম টেস্টের দল ঘোষণা বাংলাদেশের
ক্রিফোস্পোর্টস/১৬অক্টোবর২৪/এসআর