বিপিএলে দারুন পারফরম্যান্স দেখিয়ে জাতীয় দলে জায়গা করে নিয়েছিলেন চৌধুরী ইয়াসির আলী রাব্বি। তবে চট্টগ্রামের এই লোকাল বয় জাতীয় দলে এসে শুধু খুঁজে ফিরেছেন নিজেকে। জাতীয় দলের জার্সিতে তেমন কিছু করে দেখাতে না পারলেও টিম ম্যানেজমেন্টের রাডারেই রয়েছেন তিনি। ক্রিকেটের পর এবার জীবনের নতুন এক অধ্যায় শুরু করলেন ইয়াসির আলী রাব্বি।
গতকাল বুধবার নিজ শহরে বিবাহের বন্ধনে আবদ্ধ হন এই টাইগার ক্রিকেটের মারকুটে ব্যাটার। ইয়াসিরের ঘনিষ্ঠ বন্ধুদের মাধ্যমে জানা যায় পাত্রীর নাম রিভা। তিনি একটি ফার্মাসিউটিক্যাল কোম্পানির এক্সিকিউটিভ পদে কর্মরত আছেন। চট্টগ্রামের হল-টুয়েন্টিফোরে (১০ জানুয়ারি) বিয়ের আয়োজন শেষ করেন ইয়াসির আলী।
বিয়ে করলেও পারিবারিক টানে বেশি দিন নিজ শহরে থাকা হবে না ইয়াসির আলীর। চলতি মাসেই শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দশম আসর। টুর্নামেন্টে রাব্বিকে দলে ভিড়িয়েছে সিলেট স্ট্রাইকার। বিপিএলে তার থেকে ভালো কিছুই আশা করবে দল। বেশ কিছুদিন জাতীয় দলে নিয়মিত দেখা না গেলেও গেল গেল এশিয়ান গেমসে ব্রোঞ্জ জয়ের ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি।
এখন পর্যন্ত দেশের হয়ে তিন ফরমেটেই খেলার অভিজ্ঞতা রয়েছে রাব্বির। সাদা পোশাকে দলের হয়ে ছয়টি টেস্ট খেলেছেন তিনি। এছাড়াও ৯ ওয়ানডে এবং ১১ টি-টোয়েন্টি খেলেন। তিন ফরমেট মিলিয়ে ওয়ানডে এবং টেস্টে একটি করে ফিফটি রয়েছে তার। নিয়মিত রান না পাওয়ায় জাতীয় দল থেকে বাইরে রয়েছেন। এবার জীবনের নতুন অধ্যায় থেকে অনুপ্রেরণা নিয়ে জাতীয় দলে ফেরার পথ সুগম করতে পারেন কিনা তাই দেখার।
আরও পড়ুন: বাংলাদেশ নারী ক্রিকেট দলের যত অর্জন
ক্রিফোস্পোর্টস/১১জানুয়ারি২৪/এফএএস