আর মাত্র দু’দিন পর মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর। তাই শেষ মুহুর্তের প্রস্তুতি নিতে টুর্নামেন্টের সবগুলো দলই ভীষণ ব্যস্ত সময় পার করছে। শেষ দিকে এসে সবাই টিমের সমন্বয় খুঁজতে ব্যস্ত। তবে আইসিসির নিয়মের সঙ্গে মিল রেখে বিপিএলের দশম আসরের কিছু নিয়মে এবার পরিবর্তন থাকছে। বিষয়টি নিশ্চিত করেছেন বিপিএলের টেকনিক্যাল কমিটির আহ্বায়ক রকিবুল হাসান।
তিনি দাবি করেন, এবারের আসরে হোম অব ক্রিকেট খ্যাত মিরপুরে ইনিংস প্রতি ১৮০-২০০ রান হবে। আসরটির প্লেয়িং কন্ডিশনেও কিছু পরিবর্তন দেখা যাবে বলে তিনি জানান। বোলিং পরিবর্তনের সময় ফিল্ডিং দল ৬০ সেকেন্ডের বেশি সময় নিলে প্রথমে তাদেরকে সতর্ক করা হবে। কিন্তু দ্বিতীয়বার এমন ভুল করলে পেনাল্টি হিসেবে ব্যাটিং দলকে ৫ রান দিয়ে দেয়া হবে। গত বিপিএলে এই নিয়ম অন্তর্ভুক্ত ছিল না।
এছাড়াও এবারের আসরে স্ট্যাম্পিং রিভিউ করার সময় বোলারের ফুট স্টেপ (নো বল) চেক করবেন না আম্পায়ার। এছাড়াও টাইমড আউটের পরিবর্তে ৫ রানের পেনাল্টি রাখা হয়েছে। বোলিংয়ের ন্যায় ব্যাটিং দলকেও প্রথমে সতর্ক করার পর দ্বিতীয়বারে পেনাল্টি কার্যকর করা হবে। কোন ফ্র্যাঞ্চাইজি যদি বিদেশী ক্রিকেটারের কোটা পূরণ করতে না পারে তাহলে সে বিষয়ে ম্যাচ রেফারির কাছে আবেদন করতে পারবে।
এবারের বিপিএলে হাই স্কোরিং উইকেটের আশা বিসিবির। সেভাবেই কিউরেটর এবং ভেন্যু ম্যানেজারদের নির্দেশনা প্রদান করেছিল টেকনিক্যাল কমিটি। তাই এবারের উইকেট নিয়েও বেশ আগেই তোড়জোড় শুরু হয়ে গিয়েছিল। তবে দেশের অন্য দুই ভেন্যু সিলেট ও চট্টগ্রামের চেয়ে মিরপুরের উইকেট নিয়ে সবার বেশি চিন্তা ছিল। তবে এবার টেকনিক্যাল কমিটির আহ্বায়কের আশা, হোম অব ক্রিকেটেও এ আসরে রানের ফুলঝুরি দেখা যাবে।
আরও পড়ুন: বিপিএলে ৭ দলের অধিনায়কত্বে থাকছেন যারা
ক্রিফোস্পোর্টস/১৭জানুয়ারি২৪/এমএস/এমটি