আর যেন তর সইছে না ক্রিকেট ভক্তদের। চার-ছক্কা আর উইকেটের উৎসবে মেতে উঠতে, প্রিয় দলের সমর্থনে গলা ফাটাতে অধীর আগ্রহে বসে আছে সবাই। তবে মাত্র দুদিন পরই ফুরোবে এই প্রতীক্ষা। আসবে কাঙ্খিত সেই ক্ষণ। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বসছে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। বেশ কিছু মাইলফলক স্পর্শ করতে পারে এবারের বিশ্বকাপ।
আগামী ২ জুন শুরু হয়ে ২৯ জুর পর্যন্ত চলবে এবারের বিশ্বকাপ। ২০ দলের এই আসরে বয়ে যেতে পারে চার-ছয়ের বন্যা। মাঠে গড়াবে অনেকগুলো ম্যাচ। আর ফুটবলের ট্রেবলের মতো ক্রিকেটের ট্রেবল জয়ের হাতছানিও রয়েছে এবারের আসরে।
চলুন দেখে নিই কোন কোন রেকর্ড বা মাইলফলক অপেক্ষা করছে এবারের আসরে…
ট্রেবল শিরোপার প্রতীক্ষায় অস্ট্রেলিয়া
শুরুতেই বলে রাখি এবারের আসরে মোস্ট ফেভারিট অস্ট্রেলিয়া। আর এই অস্ট্রেলিয়ার সামনে রয়েছে তিন শিরোপা জয়ের হাতছানি। আইসিসির দুটি শিরোপা টেস্ট চ্যাম্পিয়নশিপ ও ওয়ানডে বিশ্বকাপ ঘরে রেখে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে প্যাট কামিন্সরা। এই শিরোপা জিতলে আইসিসির তিনটি ট্রফিই থাকবে তাসমান সাগরের পাড়ে।
বিশ্বকাপে সর্বোচ্চ সংখ্যক চারের নতুন মালিক
টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ সংখ্যক চার মেরে এখনো শীর্ষে আছেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক মাহেলা জয়াবর্ধনের। টি-টোয়েন্টি বিশ্বকাপে কয়েকটি আসর মিলিয়ে ১১১বার বল মাটি কামড়ে সীমানা ছাড়া করেছেন।এবারের আসরেই তাকে ছাড়িয়ে যেতে পারেন বিরাট কোহলি। কারণ ১০৩টি চার মেরে দুইয়ে আছেন ভারতের সাবেক অধিনায়ক। আর মাত্র ৯টি চার মারলেই শীর্ষে উঠবেন কিং কোহলি।
টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ সংখ্যক ক্যাচের মাইলফলক
টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত ২৩টি ক্যাচ নিয়ে সবার উপরে আছেন দক্ষিণ আফ্রিকার তারকা ফিল্ডার এবি ডিভিলিয়ার্স সবার। নিউজিল্যান্ডের মার্টিন গাপটিলের ক্যাচের সংখ্যা ১৯টি। এ দুজনের কেউ খেলেন না এখন। তাই শীর্ষে ওঠার সুযোগ রয়েছে ডেভিড অস্ট্রেলিয়ার ডেভড ওয়ার্নারের। ২১টি ক্যাচ ধরার রেকর্ড নিয়ে এবারের আসরে খেলবে ওয়ার্নি। তাই ৩টা ক্যাচ নিলেই শীর্ষে উঠবেন তিনি।
টি-টোয়েন্টি বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ রান
২০ দলকে নিয়ে মাঠে গড়াচ্ছে চার-ছক্কার ধুন্ধুমার আসর। দল বেশি হওয়ায় ম্যাচও হবে বেশি। এতে করে সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙাটা একেবারেই স্বাভাবিক। এখনও পর্যন্ত ২০১৪ বিশ্বকাপে কোহলির করা ৩১৯ রান এক বিশ্বকাপে সবচেয়ে বেশি রানের রেকর্ড। সেটা হয়তো এবারের আসরে ভাঙতে পারে। বেশি ম্যাচ খেললে বেশি রান হওয়াটা খুবই স্বাভাবিক।
এক আসরে সর্বোচ্চ উইকেটের রেকর্ড
ব্যাটিংয়ের মতো বোলিংয়েও বেশি ম্যাচের সুবিধা থাকবে। টি-টোয়েন্টি বিশ্বকাপের এক আসরে বেশি উইকেট শিকারের তালিকায় সবার ওপরে শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা। ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে নিয়েছিলেন ১৬ উইকেট তিনি। এবার ম্যাচের সংখ্যা বাড়ায় এই উইকেটের সংখ্যা বাড়বে তা সহজেই অনুমেয়। কিন্তু কে দেখাবে জাদু? কোনো ঘূর্ণি মানব নাকি গতি দানব তা দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।
আরও পড়ুন: পাকিস্তান বনাম ইংল্যান্ড এর ম্যাচসহ আজকের খেলা (৩০ মে ২৪)
ক্রিফোস্পোর্টস/৩০মে২৪/এজে